সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত-পাক (India vs Pakistan) মহারণ হবে নিউ ইয়র্কে (New York)। একটি বিদেশি সংবাদমাধ্যমের খবর তেমনই।
মেগা ইভেন্টের জন্য ৩৪ হাজার আসন বিশিষ্ট একটি অস্থায়ী স্টেডিয়াম তৈরি করা হবে নিউ ইয়র্কে। সেই স্টেডিয়ামে হবে ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ। সাম্প্রতিক জনগণনা অনুযায়ী, নিউ ইয়র্কে প্রায় ৭ লক্ষ ১১ হাজার ভারতীয়ের বাস। প্রায় এক লক্ষ পাকিস্তানি মানুষ রয়েছেন সেখানে। সেই কারণেই ভারত ও পাকিস্তানের বারুদে ঠাসা ম্যাচ ফেলা হয়েছে নিউ ইয়র্কে।
[আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষত ভুলে দক্ষিণ আফ্রিকায় উড়ে গেলেন বিরাট, ইতিহাস গড়তে পারবেন?]
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন হয়েছে। যে ২০টি দল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে, তা ইতিমধ্যেই স্থির হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হবে বিশ্বকাপ। ৪-৩০ জুন পর্যন্ত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপের লোগো উন্মোচন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
প্রতিটি বিশ্বকাপের লোগোতে আয়োজক দেশের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি তুলে ধরা হয়। ২০২৪ সালের বিশ্বকাপেও একই ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরা হয়েছে।
বিশ্বকাপে খেলবে যে ২০টি দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, নামিবিয়া, উগান্ডা, কানাডা, নেপাল, ওমান, পাপুয়া নিউ গিনি, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র।
[আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে হারালেও ক্ষোভ উগরে দিলেন দ্রাবিড়! কিন্তু কেন? দেখুন ভাইরাল ভিডিও]