সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমন দিন আসছে, যখন এদেশের কোনও মানুষ আর খালি পেটে ঘুমোতে যাবে না। এমনই ‘সুদিনে’র স্বপ্ন দেখালেন ধনকুবের শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani)। আর ১০ হাজার দিনের মধ্যেই ভারতে সেই দিন আসতে চলছে বলে দাবি তাঁর। কিন্তু কীভাবে? আদানির মতে, ২০৫০ সালের মধ্যে ভারতীয় অর্থনীতি ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলবে। আর তাহলেই এদেশের অর্থনীতিতে আসবে এক চরম সুখের মুহূর্ত।
ঠিক কী বলেছেন আদানি? তাঁর কথায়, ”২০৫০ সালে পৌঁছতে আমাদের আর ১০ হাজার দিন লাগবে। আমি মনে করে ততদিনে আমরা ২৫ ট্রিলিয়ন মার্কিন ডলার যোগ করে ফেলব আমাদের অৎ্থনীতিতে। অর্থাৎ দৈনিক হিসেবে ২.৫ বিলিয়ন মার্কিন ডলারের জিডিপি। আমার ধারণা, ওই সময়ের মধ্যে আমরা দারিদ্রের সব সীমাকেই মুছে ফেলতে পারব।”
[আরও পড়ুন: ফের আদালতে শুটআউট, দিল্লির রোহিনী কোর্টে গুলিতে জখম আইনজীবী-সহ ২]
আদানির মতে, যদি সঠিক পরিকল্পনায় অর্থনীতিকে নিয়ে যাওয়া যায় তাহলে ১০ হাজার দিনের মধ্যেই শেয়ার বাজারে ৪০ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজার মূলধন যুক্ত হবে। তাঁর কথায়, ”একটি দেশের ১৪০ কোটি মানুষের কাছে এটা স্বল্প দৌড়ে ম্যারাথন শেষ করার মতো মনে হতে পারে। কিন্তু এটা লম্বা দৌড়েও স্প্রিন্টের মতো গতি রাখার সমান।”
উল্লেখ্য, সম্প্রতি বিশ্ব ব্যাংকের (World Bank) এক গবেষণাপত্রে প্রকাশ পেয়েছে, ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে ভারতে একধাক্কায় অনেকটা কমেছে অতি দরিদ্র জনসংখ্যা। এই আট বছরে দেশে দরিদ্র জনসংখ্যা কমেছে ১২.৩ শতাংশ। বিশ্ব ব্যাংকের রিপোর্ট বলছে, ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে সবচেয়ে বেশি আয় বেড়েছে প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের। তার কারণ এই সময় বেশ কিছু সরকারি প্রকল্পের সুবাদে সাধারণ মানুষের হাতে সরাসরি টাকা কিংবা খাদ্যশস্য পৌঁছে গিয়েছে। এবার আরও সুদূরপ্রসারী ক্ষেত্রে দেশের দরিদ্র দূরীকরণে বড় স্বপ্ন দেখালেন আদানি।