সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে (Asia Cup) ভারতের দাপট চলছেই। সোমবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মালয়েশিয়াকে হারানোর চব্বিশ ঘণ্টার মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহীকে উড়িয়ে দিল ভারত (India Women’s Cricket Team)। ১০৪ রানে জয় পেয়ে পয়েন্ট তালিকায় শীর্ষেও উঠে গেল হরমনপ্রীতের দল। মঙ্গলবারের ম্যাচে দুরন্ত ব্যাটিং করেন জেমাইমা রডরিগেজ ও দীপ্তি শর্মা।
ম্যাচের শুরুতে ব্যাটিং করতে নামে ভারত। কিন্তু প্রথমেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। সেই সময়ে দলের হাল ধরেন জেমাইমা ও দীপ্তি। ১২৮ রানের জুটি গড়ে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন তাঁরা। নির্ধারিত কুড়ি ওভারের শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে ভারত। মাত্র ৪৫ বলে ৭৫ রানে মারকুটে ইনিংস খেলেন জেমাইমা। ৪৯ বলে ৬৪ রান করে তাঁকে যোগ্য সঙ্গত দেন দীপ্তি।
[আরও পড়ুন: দূর থেকেই ভালবাসার প্রকাশ, ঋষভকে ফ্লাইং কিস দিয়ে জন্মদিনের শুভেচ্ছা উর্বশীর]
১৭৯ রান তাড়া করতে গিয়ে চাপে পড়ে যায় আরব আমিরশাহী। ভারতীয় বোলারদের আঁটসাট বোলিংয়ের সামনে আটকে যান বিপক্ষ ব্যাটাররা। কুড়ি ওভারে মাত্র চার উইকেট হারালেও একেবারেই রান তুলতে পারেনি UAE। মাত্র ৭৪ রানেই তাদের ইনিংস শেষ হয়ে যায়। দু’টি উইকেট পেয়েছেন ভারতীয় বোলার রাজেশ্বরী গায়কোয়াড়।
টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে পরপর জয় পেয়েছে ভারত। তবে শ্রীলঙ্কা ছাড়া সেরকম শক্ত প্রতিপক্ষের সামনে পড়তে হয়নি হরমনপ্রীতের দলকে। এই ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন স্মৃতি মান্ধানা। দলের পারফরম্যান্সে খুশি হয়েও বিপক্ষ ব্যাটারদের মানসিকতার প্রশংসা করেছেন তিনি। অন্যদিকে, পরপর উইকেট হারালেও যেভাবে ভারতীয় ব্যাটিং ঘুরে দাঁড়িয়েছে, তাকে বাহবা দিয়েছেন স্মৃতি।