shono
Advertisement
Gujarat

বেনজির! মোদির গুজরাটে ছাপ্পা ভোটের অভিযোগ, গ্রেপ্তার দুই বিজেপি কর্মী

সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ছাপ্পা দেওয়ার ভিডিও ফুটেজ।
Published By: Kishore GhoshPosted: 01:19 PM May 09, 2024Updated: 01:33 PM May 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেনজির কাণ্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে (Gujarat)। সেখানে ছাপ্পা ভোট দিয়ে গ্রেপ্তার দুই বিজেপি (BJP) কর্মী। অভিযুক্তরা মাহিসনগর জেলার দাহোদ লোকসভা কেন্দ্রে জাল ভোট দিয়েছেন বলে অভিযোগ। এই কাণ্ড লাইভ দেখা গিয়েছে ফেসবুকে। পরে ওই ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। এর পর বুধবার দুই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছে কংগ্রেস-সহ (Congress) অন্য বিরোধী দলগুলি। অস্বস্তিতে গেরুয়া শিবির।

Advertisement

কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, বিজেপি কর্মীরা ২৫টি ভোটকেন্দ্রে গিয়েছিল। ভাইরাল ভিডিও সন্ত্রামপুরের গোথিব তালুকের। সবখানেই তাঁরা জাল ভোট দিয়েছে বলে আশঙ্কা কংগ্রেস নেতাদের। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বছর আঠাশের বিজয় ভাভোর প্রথমপুরে একটি বুথের মধ্যে ভোটদানের জন্য ঘেরা জায়গায় ঢুকে পড়েছেন। ভোটকর্মীদের নিষেধ উপেক্ষা করে নিজের কাজ চালান তিনি।

 

[আরও পড়ুন: ছাপ্পা কমেই রাজ্যে কমছে ভোটের হার! দায়ী পঞ্চায়েতের হিংসাও, মত কমিশনের]


ভাভোরকে বলতে শোনা যায়, 'দশ মিনিট দিন আমাদের। সকাল থেকেই তো ভোট চলছে। ঠিক মতো কাজ হচ্ছে না। একমাত্র বিজেপিই পারে চালাতে... আমাদের বাবার মেশিন!' নিজে 'জাল' ভোট দেওয়ার পাশাপাশি উপস্থিত ভোটারদের পদ্মচিহ্ন ছাপ দিতে উৎসাহ দেন ভাভোর। যাবতীয় কাণ্ড দেখা গিয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে। বিজেয়ের সঙ্গী ছিলেন মনোজ মগন (৩৮)। কংগ্রেসের বেশ কয়েকজন পোলিং এজেন্ট দুজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ছাপ্পা ভোট ছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে হুমকি ও হেনস্তার অভিযোগও এনেছেন তাঁরা।

[আরও পড়ুন: সংবিধান বদলের ছক বিজেপির! রাহুলের দাবিতে বিতর্ক, কমিশনে কেন্দ্রীয় মন্ত্রী

এক ভোটকর্মী মহম্মদ পাঠান অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। মাহিসনগরের জেলা পুলিশকর্তা জয়দীপ সিং জাদেজা জানান, আইন মেনে অভিযুক্ত দুই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যাবতীয় অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে এই ঘটনায় গুজরাট কংগ্রেসের মুখপাত্র মণীশ দোসি তোপ দেগেছেন বিজেপিকে। তিনি অভিযোগ করেন, ভোটারদের হুমকি দিচ্ছে, ভোটদানে বাঁধা দিচ্ছে বিজেপি। এমনকী মরিয়া হয়ে ছাপ্পা ভোট শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, ওই বিজেপি কর্মীরা ২৫টি ভোটকেন্দ্রে গিয়েছিল।
  • এক ভোটকর্মী মহম্মদ পাঠানও অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার