shono
Advertisement
Uttar Pradesh

যোগীরাজ্যের হোটেলে তরুণী নার্সের রহস্যমৃত্যু! ধর্ষণ করে খুনের অভিযোগ

এখনও পলাতক অভিযুক্ত।
Published By: Biswadip DeyPosted: 07:47 PM May 24, 2024Updated: 07:47 PM May 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) হোটেলের রুমে উদ্ধার হল ২২ বছরের এক তরুণীর দেহ। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। নির্যাতিতা একজন নার্স বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যাতেই একজন হোটেল স্টাফ আচমকাই তাঁর দেহ আবিষ্কার করেন। এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: হাসিমুখেই ‘বিশ্বজয়’, ঘুমের মধ্যেই প্রয়াত ‘বিশ্বের সবচেয়ে সুখী কুকুর’ কাবোসু]

কে রয়েছেন এই ঘটনার পিছনে? প্রাথমিক তদন্ত থেকে শুভম শুক্লা নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে। তাঁর সঙ্গেই হোটেলে উঠেছিলেন তরুণী। পরে শুভম হোটেল থেকে চেক আউট করে যান। নিহত তরুণীর আত্মীয়দের দাবি, শুভমই ২২ বছরের ওই তরুণীর গলা টিপে তাঁকে খুন করেছেন। অভিযুক্তর বিরুদ্ধে খুন ও ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। মৃতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পলাতক শুভমকে ধরার জন্য তদন্তকারীদের তিনটি দলে ভাগ করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

[আরও পড়ুন: নেই বাড়ি, গাড়ি, সোনা! কত সম্পত্তির মালিক ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরপ্রদেশে হোটেলের রুমে উদ্ধার হল ২২ বছরের এক তরুণীর দেহ।
  • তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
  • নির্যাতিতা একজন নার্স বলে জানিয়েছেন তদন্তকারীরা।
Advertisement