ফের ভিনরাজ্যে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। এবার তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে কাজ করতে গিয়ে বেঘোরে প্রাণ গেল বাংলার তিন শ্রমিকের। নির্মাণকাজের সময় দেওয়াল চাপা পড়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে প্রাথমিক ভাবে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিকদের নাম আব্দুল রহমান, নাসির এবং উসমান। তাঁদের বয়স ২২-৩৬ বছরের মধ্যে। তাঁরা পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা, তা অবশ্য এখনও স্পষ্ট করে জানা যায়নি। তিনজনেই তামিলনাড়ুর নীলগিরি জেলায় একটি নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিলেন।
তামিলনাড়ুর প্রশাসনের তরফে জানানো হয়েছে, একটি আবাসনে মাটি খোঁড়ার কাজ করছিলেন বাংলার ওই তিন শ্রমিক। সেই সময় আচমকাই তাঁদের শরীরে অর্ধনির্মিত দেওয়াল ভেঙে পড়ে। ঘটনাস্থলে থাকা বাকি শ্রমিকেরা তাঁদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। পুলিশেও খবর দিয়েছিলেন তাঁরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশও উদ্ধারকাজ শুরু করেছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। গুরুতর জখম অবস্থায় তিন শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ জানিয়েছে, ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। তার ভিত্তিতেই শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
তবে এই প্রথমবার নয়। গত বছরই ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বাংলার শ্রমিকের দুর্ঘটনায় প্রাণ হারানোর খবর উঠে আসে শিরোনামে। এবার তামিলনাড়ুর দুর্ঘটনায় পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।
