সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্বেগ বাড়িয়ে ফের ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। রবিবার দুপুর নাগাদ ১২টা ০৬ নাগাদ কেঁপে ওঠে সমুদ্র ঘেরা এই অঞ্চল। 'ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি'র রিপোর্ট অনুযায়ী এই কম্পনের মাত্রা ছিল ৫.৪। যদিও ভূমিকম্পের জেরে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
তবে কেন্দ্রের রিপোর্ট প্রকাশ্যে আসার পর আরও একটি রিপোর্ট প্রকাশ করেছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স। তাদের মতে, এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.০৭। এবং ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। তবে 'ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি'র রিপোর্ট অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ট থেকে ৯০ কিলোমিটার নিচে। কম্পনের জেরে এখনও পর্যন্ত কোনওরকম সুনামি সতর্কতা জারি করা হয়নি।
বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলির মধ্যে পড়ে। এবং এই অঞ্চলকে জোন V ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। ভূবিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, এই 'ভি' অঞ্চল সমগ্র উত্তর-পূর্ব ভারত, জম্মু ও কাশ্মীরের কিছু অংশ, হিমাচল প্রদেশ, উত্তরাঞ্চল, গুজরাটের কচ্ছের রণ, উত্তর বিহারের কিছু অংশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে এই আন্দামান দ্বীপপুঞ্জের ব্যারেন দ্বীপে অবস্থিত ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি লাভা উদ্গীরণ। গত ২০ সেপ্টেম্বর এই আগ্নেয়গিরিতে প্রবল বিস্ফোরণের জেরে আন্দামানে ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। জনবসতিহীন ব্যারন দ্বীপে আগ্নেয়গিরির ভয়াবহ সে দৃশ্য সোশাল মিডিয়ায় শেয়ার করা হয় নৌসেনার তরফে। নৌসেনার জাহাজ থেকে তোলা সেই ভিডিওতে দেখা যায়, আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসছে লাভা ও ধোঁয়া। যদিও সেই ঘটনায় কোনও রকম ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
