সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ পথদুর্ঘটনা মধ্যপ্রদেশে। দুই গাড়ির সংঘর্ষে মুখোমুখি প্রাণ হারিয়েছেন ৮। গুরুতর আহত ১। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের (Madhya Pradesh Accident) ইন্দোর জেলার কাছে আহমেদাবাদ-ইন্দোর ন্যাশনাল হাইওয়তে। এদিন একটি এসইউভিতে করে ৯ জন গুনার দিকে যাচ্ছিলেন। তখনই অন্য একটি গাড়ির সঙ্গে ওই এসইউভিটির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ। এবং সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে জানা গিয়েছে, যে গাড়ির সঙ্গে এসইউভিটির সংঘর্ষ হয়েছে সেটিকে এখনও শনাক্ত করা যায়নি। এমনকি দুর্ঘটনার পর 'ঘাতক' গাড়ির চালকও সেখান থেকে পালিয়ে গিয়েছে। তার খোঁজে তল্লাশি চলছে।
এই দুর্ঘটনা প্রসঙ্গে ডিএসপি উমাকান্ত চৌধুরী সংবাদমাধ্যমে জানিয়েছেন, "আহমেদাবাদ-ইন্দোর হাইওয়েতে একটি দুর্ঘটনার খবর আমাদের কাছে এসেছে। সেই সময় এসইউভিতে মোট নয়জন ছিলেন। তাঁরা সকলেই এদিন গুনার দিকে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে আটজন ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।"