সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠল বছর কুড়ির এক যুবকের বিরুদ্ধে। বুধবার চাঞ্চল্যকর এই ঘটনাটি কেরলের তিরুবনন্তপুরমে। ধর্ষণের পর তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পেশায় একজন লটারি এজেন্ট। নির্যাতিতার বাড়ির কাছেই বসবাস করতেন। অভিযোগ, বুধবার রাতে তিনি জোর করে ওই বৃদ্ধাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান এবং সেখানেই তাঁকে ধর্ষণ করেন। এমনকী নির্যাতনের পর তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন বলেও অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। এরপর বৃদ্ধাকে রাস্তার ধারে ফেলে তিনি চম্পট দেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে তাঁকে একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতেই পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে।
কিন্তু কী কারণে যুবক একাজ করলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে ধৃতের পরিবারের দাবি, অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন। মাঝে মাঝেই তাঁর হিংস্র হয়ে ওঠের প্রবণতা রয়েছে। এর আগেও একাধিক ব্যক্তিকে তিনি মারধরও করেছেন। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। সূত্রের খবর, নির্যাতিতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল।
