আনলক – ৪’এও দেশে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। ভারতে এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৫৭ লক্ষ ৩২ হাজার ৫১৯ জন। মৃত্যু হয়েছে ৯১ হাজার ১৪৯ জনের। বাংলায় মোট আক্রান্ত ২ লক্ষ ৩৭ হাজার ৮৬৯ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,৬০৬ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট (Corona LIVE UPDATE):

রাত ১০.৫৫: বাঙুর হাসপাতাল থেকে শিক্ষা নিয়ে এবার শালবনি করোনা হাসপাতালে চিকিৎসা পরিষেবার উন্নতি ঘটানোর পরিকল্পনা জেলা স্বাস্থ্য দপ্তরের। বাঙুর থেকে ডাক্তার ও নার্সদের ১১ জনের একটি টিম আনা হচ্ছে শালবনির কোভিড হাসপাতালে। জানিয়েছেন জেলার CMOH নিমাইচন্দ্র মণ্ডল।
রাত ১০.৪৫: ঝাড়খণ্ডে নতুন করে কোভিড আক্রান্ত ১৩৪৯। একইদিনে সুস্থ হয়ে ফিরেছেন ১৩৮৬।
রাত ১০.৩০: রাজ্যসভায় গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালীন জানা যায়, মোট ৮৩ অফিসার পদমর্যাদার কর্মী কোভিড পজিটিভ। দ্রুত তাঁদের জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু।
রাত ১০.১২: অসমে ৪৫৬৮ জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত। তার মধ্য়ে ৩৫৪৯ জন সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। পরিসংখ্যান দিলেন অসমের ডিজিপি জিপি সিং।
রাত ৯.২০: কর্ণাটকে নতুন করে করোনা আক্রান্ত ৭৭১০জন, মৃত্যু হয়েছে ৬৫ জনের। সুস্থ হয়ে ফিরেছেন ৬৭৪৮।
রাত ৮.৩৭: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল ডায়মন্ড হারবার পুলিশ জেলার এক পুলিশ আধিকারিকের। মৃত ডিইবি ইল্সপেক্টর লোটন কুমার রায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে করোনাযোদ্ধা হিসেবে লড়াই করা ডায়মন্ড হারবার পুলিশ জেলার আরও ১৫ জন পুলিশকর্মী ও আধিকারিক কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে ভরতি।
রাত ৮.২০: মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত প্রায় ১৯ হাজার মানুষ। মৃত ১৪ জন আক্রান্ত।
রাত ৮.১২: ডেঙ্গু আক্রান্ত দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া।
রাত ৮.১০: পুজোর মরশুমে হাওড়া, শিয়ালদহ থেকে ১৩টি ট্রেন চালাতে চায় পূর্ব রেল।
রাত ৮টা: যাত্রীসংখ্যার চাপে পরিষেবার সময় বাড়াচ্ছে কলকাতা মেট্রো। রাত ৮টার বদলে শেষ ট্রেন ৮.৩০ পর্যন্ত। এছাড়া আরও ৬টি ট্রেন বাড়ানো হচ্ছে।
সন্ধ্যা ৭.৩০: আক্রান্ত হলেন বিখ্যাত ফুটবলার জ্লাটান ইব্রাহিমোভিচ।
সন্ধ্যা ৭.১০: কেরলে নতুন করে আক্রান্ত ৬,৩২৪ জন। মৃত্যু হয়েছে ২১ জনের।
সন্ধ্যা ৬.৫০: রাজস্থানে ফের আক্রান্ত ১৯৮১ আর মারা গেছেন ১৫ জন।
সন্ধ্যা ৬.৩০: পুদুচেরিতে নতুন করে আক্রান্ত ৬৬৮ জন। মৃত্যু হয়েছে ৬ জনের।
সন্ধ্যা ৬.১০: সুস্থ হলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা।
সন্ধ্যা ৬টা: মহারাষ্ট্রে ফের আক্রান্ত ১৬১ জন পুলিশকর্মী। মৃত্যু হয়েছে একজনের।
বিকেল ৫.৫০: পুনের করোনা হাসপাতাল থেকে যুবতী নিখোঁজের ঘটনায় বিক্ষোভ দেখাচ্ছেন পরিবারের সদস্যরা।
বিকেল ৫.১৭: পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- খোলামেলা মণ্ডপ, প্রতিমার মাথায় চালা থাকবে। চারপাশ ঘিরতে হলে মাথা খোলা রাখতে হবে।
- সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
- প্রবেশ-বাহিরের আলাদা পথ।
- মণ্ডপে হাফ কিলোমিটারের মধ্যে আসা মানুষের জন্য হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক পরতেই হবে। পুজো উদ্যোক্তাদেরও মণ্ডপে মাস্ক ও স্যানিটাইজার রাখতে হবে।
- স্বেচ্ছাসেবকদের জন্য ফেসশিল্ড।
- অঞ্জলি সকলে একসঙ্গে দেওয়া যাবে না। প্রয়োজনে মাইকে মন্ত্রোচ্চারণ করে অঞ্জলি দিন। ভোগ বিতরণেও খেয়াল রাখতে হবে।
- সিঁদুর খেলার সময় ভেঙে নিন। একসঙ্গে সকলে নয়।
- পুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না।
বিকেল ৪.৪০: প্রয়াত হলেন কর্ণাটকের বিদর্ভ জেলার বাসবকল্যাণ বিধানসভার বিধায়ক নারায়ণ রাও। ১ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভরতি ছিলেন তিনি।
দুপুর ৩.৩০: সংক্রমণ বৃদ্ধির জেরে পিছল ৫১তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের তারিখ। গোয়াতে নভেম্বরের ২০ থেকে ২৮ তারিখের বদলে ২০২১ সালের ১৬-২৪ জানুয়ারি ওই ফেস্টিভ্যাল হবে বলে ঘোষণা করা হয়েছে।
দুপুর ২.৩০: জি ফাইভের ছবি ‘নেলপলিশ’-এর শুটিং চলাকালীন করোনায় আক্রান্ত সহ-অভিনেতা মানভ কউল আর আনন্দ তিওয়ারি। এর ফলে হোম কোয়ারেন্টাইনে গিয়েছেন অভিনেতা অর্জুন রামপাল। এখনও তাঁর নমুনা পরীক্ষার ফল জানা যায়নি।
দুপুর ২.২০: ই সঞ্জীবনী প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে করোন আবহে ৩ লক্ষের বেশি মানুষকে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার একথা জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
দুপুর ২.১৫: আমার পরিবার, আমার দায়িত্ব নামে মহারাষ্ট্রে চালু হল বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষার কাজ।
দুপুর ২টো: প্রয়াত হলেন বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ও পদ্মশ্রী শেখর বসু।
দুপুর ১.১২: করোনা আক্রান্ত অভিনেত্রী শ্বেতা তিওয়ারি।
দুপুর ১.০০: হিমাচল প্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬১ জন।
বেলা ১২.৩০: সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির কম্পারমেন্টাল পাওয়া পরীক্ষার্থীদের রেজাল্ট ১০ অক্টোবর প্রকাশিত হবে।
বেলা ১২.১৯: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল হরিদেবপুর থানার এএসআইয়ের।
সকাল ১১.৫৮: ওড়িশায় আরও ১৬ জনের মৃত্যু।
সকাল ১১.৩০: আরও সেন্ট্রাল রেলওয়ের ৬৮ টি ট্রেন চালু হল।
সকাল ১১.১৫:
সকাল ১১.০৬: একদিনে পাকিস্তানে আক্রান্ত ৭৯৯ জন।
সকাল ১০.৫৯; ভারত বায়োটেকে কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু।
সকাল ১০.২১: দেশে সুস্থতার হার ৮১.৫৫ শতাংশ। দাবি স্বাস্থ্য মন্ত্রকের।
সকাল ৯.৪০: ইজরায়েলে আরও কড়া হচ্ছে লকডাউনের নিয়মকানুন। সংক্রমণ বাড়তেই তড়িঘড়ি বৈঠকে বসেন ইজরায়েলের মন্ত্রীরা।
সকাল ৯.২৬: একদিনে দেশে করোনা আক্রান্ত ৮৬ হাজার ৫০৮ জন। মৃত্যু হয়েছে ১১২৯ জনের।
সকাল ৮.৫৫: গত ২৪ ঘণ্টায় ১১ লক্ষেরও বেশি করোনা পরীক্ষা হয়েছে দেশে।
সকাল ৮.৪৫: মাস্ক না পরে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী নরোত্তম মিশ্র। তাঁর সাফ কথা, আমি মাস্ক পরি না।
সকাল ৮.৩০: গত ২৪ ঘণ্টায় মিজোরামে করোনা আক্রান্ত ৪৬ জন।
সকাল ৮.২০: বাড়ছে আতঙ্ক। গত ১৩ দিনে দেশে ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
সকাল ৮.১৫: পঞ্চমদিনেও দেশে একদিনে আক্রান্তের চেয়ে কোভিজজয়ীর সংখ্যা বেশি।
সকাল ৮.০৫: মহামারী আবহে আতঙ্ককে সঙ্গী করেই ছন্দে ফিরছে মহানগর কলকাতা। আজ থেকে শ্যামবাজার-এসপ্ল্যানেড রুটে ট্রাম চলাচল শুরু।
সকাল ৮.০০: করোনা আবহে কীভাবে হবে দুর্গাপুজো? সেই নীতি ঠিক করতেই আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
The post শালবনির কোভিড হাসপাতালের উন্নত চিকিৎসা পরিষেবা দিতে বাঙ্গুর থেকে যাচ্ছে চিকিৎসক দল appeared first on Sangbad Pratidin.