shono
Advertisement
Christmas

কেজরির সান্তা অবতার! ভোটপ্রচারে এআই ভিডিওতে তাক লাগাল আপ

কী আছে ৩৬ সেকেন্ডের ভিডিওতে?
Published By: Kishore GhoshPosted: 03:19 PM Dec 25, 2024Updated: 03:21 PM Dec 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিসমাসে কেজরির সান্তা অবতার! ২০২৫-এ দিল্লিতে ভোটের আগে অভিনব প্রচার আম আদমি পার্টির। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি বা এ আই ব্যবহার করে অরবিন্দ কেজরিওয়ালের সান্তা অবতারের দুরন্ত ভিডিও বানিয়ে তাক লাগাল আপ। এক্স হ্যান্ডেলে পোস্ট করা সেই ভিডিওতে লেখা হয়েছে---"দিল্লির বাসিন্দাদের সান্তা, যিনি বছরজুড়ে উপহার বিলোন।" কী আছে ওই ভিডিওতে?

Advertisement

৩৬ সেকেন্ডের ভিডিওতে সান্তার পোশাকে দেখা গিয়েছে কেজরিকে। পরনে সান্তার চিরাচরিত সাদা-লাল পোশাক, সাদা-লালা ক্রিসমাস টুপি। কাঁধে লাল রঙের ঝোলা। এখানেই শেষ নয়, ভোটপ্রচারে যা যা প্রতিশ্রুতি দিয়েছে কেজরির দল অর্থাৎ 'মহিলা সম্মান যোজনা'য় মেয়েদের জন্য ২১০০ টাকা মাসিক ভাতা, 'সঞ্জীবনী' প্রকল্পে ষাটোর্ধ্বদের জন্য হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে বিদ্যুৎ, বাসে মহিলাদের বিনামূল্য পরিষেবা... ভিডিওতে সেই সমস্তই সান্তারূপী কেজরি দিল্লিবাসীর হাতে হাসিমুখে তুলে দেন।

ভিডিওর নেপথ্যে বাজতে থাকে একটি ইংরাজি গান। যার বঙ্গার্থ---এই তো সান্তা কেজরিওয়াল। কাছের ও দূরের মানুষকে যিনি আনন্দ পৌঁছে দেন। যেমন, বিনামূল্য বিদ্যুৎ, সান্তা কেজরিওয়ালের দুরন্ত সব উপহার। উল্লেখ্য, ভোটের লক্ষ্য কেবল প্রকল্প ঘোষণা করেই ক্ষান্ত হননি আপ প্রধান। ওই প্রকল্পগুলি পেতে সাধারণ মানুষকে যাতে সরকারি দপ্তরের দরজায় ঠোকর খেতে না হয়, তা নিশ্চিত করতে বাংলার ধাঁচে এবার দিল্লিতেও দুয়ারে সরকারেরও ঘোষণা করেছেন। কেজরির সান্তা অবতারে বিজেপির ডিজিটাল প্রচারকে টেক্কা দিল আপ।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভিডিওর নেপথ্যে বাজতে থাকে ইংরেজি গান।
  • কেজরির সান্তা অবতারে বিজেপির ডিজিটাল প্রচারকে টেক্কা দিল আপ।  
Advertisement