সোমনাথ রায়, নয়াদিল্লি: বঙ্গ বিধানসভা নির্বাচনের বাকি আর কয়েকটা মাস। তার আগে দলের সাংসদের নিয়ে বৈঠকে মত বিরোধ মিটিয়ে সমন্বয়ে জোর দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার দিল্লিতে রাজ্যসভা এবং লোকসভা অর্থাৎ দুই কক্ষের সাংসদদের নিয়ে বৈঠক করেন তিনি। আর সেই বৈঠকে সাংসদদের মধ্যে একদিকে যেমন মত বিরোধ মিটিয়ে নিজেদের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বলে খবর। অন্যদিকে লোকসভা এবং রাজ্যসভার ডেপুটি লিডার, মুখ্য সচেতক বা চিপ হুইপ যা বলবেন, যেভাবে চলতে বলবেন, সেভাবেই চলতে হবে বলেও সাংসদদের বার্তা তিনি দিয়েছেন বলে খবর।
ভোটের আগে রণকৌশল স্থির করতে ব্যস্ত শাসক, বিরোধী উভয়েই। উন্নয়নকে হাতিয়ার করে আরও একবার ভোট বৈতরণী পার করার বিষয়ে আত্মবিশ্বাসী বাংলার শাসক শিবির তৃণমূল। এই পরিস্থিতিতে বারবার ঘরোয়া বৈঠকে দলের নেতা-কর্মীদের নিজেদের মধ্যে মতবিরোধ মিটিয়ে আরও জোটবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই মাঝে দুই মহিলা সাংসদদের মধ্যে অশান্তি খবর সামনে আসে। শুধু তাই নয়, সংসদের বাইরে ই-সিগারেট খাওয়া নিয়ে বিতর্কে জড়ান এক তৃণমূল সাংসদ। এই অবস্থায় আসরে নামেন লোকসভার দলনেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দিল্লি পৌঁছেই আজ বুধবার সমস্ত সাংসদদের নিয়ে বৈঠকে বসেন তিনি। প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই বৈঠক। যেখানে রণকৌশল থেকে শুরু করে একাধিক ইস্যুতে আলোচনা হয় বলে খবর। সূত্রের খবর, ওই বৈঠকে নিজেদের মধ্যে মতবিরোধ মিটিয়ে সমন্বয়ে জোর দেওয়ার কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়, এমন কাজ না করার বার্তাও এদিন তিনি দেন বলে খবর। বিশেষ করে বঙ্গ বিধানসভা ভোটের আগে ছোটখাটো বিষয়কে বিজেপি ইস্যু করতে পারে, সেদিকে সাংসদরা যাতে নজর রাখেন তা নিয়েও এদিন অভিষেক সাংসদদের সতর্ক করেন বলে সূত্রের খবর।
