shono
Advertisement

কাশ্মীরে জঙ্গিদমনে আরও কড়া কেন্দ্র, সেনার শক্তি বাড়াতে পাঠানো হচ্ছে এনএসজি

পাঠানো হল কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত স্নাইপার এবং এনএসজি কমান্ডোদের৷ The post কাশ্মীরে জঙ্গিদমনে আরও কড়া কেন্দ্র, সেনার শক্তি বাড়াতে পাঠানো হচ্ছে এনএসজি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:48 PM Jun 21, 2018Updated: 10:48 PM Jun 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে পিডিপি-বিজেপি সরকার পতনের পরই ইঙ্গিত মিলেছিল এবার জঙ্গিদমনে আরও কড়া হবে কেন্দ্র৷ খোদ সেনাপ্রধান বিপিন রাওয়াত ইঙ্গিত দিয়েছিলেন তেমনই৷ তিনি বলেছিলেন, রাজ্যপাল শাসন জারি হলে অসুবিধা হবে না সেনার অপারেশনে৷ সেই মত কাজও শুরু করে দিল কেন্দ্র৷ কাশ্মীরে পাঠানো হল কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত স্নাইপার এবং এনএসজি কমান্ডোদের৷

Advertisement

[৯০ শতাংশ ট্রেন সময়ে চালাতে হবে, কড়া নির্দেশ রেলমন্ত্রীর]

কাশ্মীরের সেনা-ক্যাম্পগুলিতে এখন দাপিয়ে বেড়াচ্ছে কালো পোশাকধারী এনএসজি কমান্ডাররা৷ সাধারণত বিখ্যাত নেতানেত্রীদের নিরাপত্তার কাজে ব্যবহার করা হয় এই কমান্ডোদের৷ আপাতত কয়েক কোম্পানি এনএসজি মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ মূলত জনবহুল এলাকাগুলিতে নিয়োগ করা হচ্ছে এনএসজি এবং স্নাইপার জওয়ানদের৷ সেনা সূত্রে খবর, সেনা জওয়ানদের সহযোগিতার জন্য নিয়োগ করা হচ্ছে বিশেষ প্রশিক্ষিত এই বাহিনীকে৷সেনা অভিযানের তীব্রতা বাড়ানো হলে সামনে থেকে নেতৃত্ব দেবেন এই এনএসজি জওয়ানরা৷ মুফতি সরকারের পতনের পরই যে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, সেনার শক্তি বাড়ানোর এই সিদ্ধান্তকে সেই ইঙ্গিতের প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে৷ সেনা শিবিরের খবর, অতি দ্রুত জঙ্গিদমন অভিযানের তীব্রতা বাড়ানো হবে৷

[সেলফি দিবসেই দুর্ঘটনা, ছবি তোলার নেশায় ৫০০ ফুট গভীর খাদে মহিলা]

এদিকে অমরনাথ যাত্রার কথা মাথায় রেখে বৃহস্পতিবার সেনাকর্মীদের সঙ্গে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক হয়৷ উপস্থিত ছিলেন কাশ্মীর পুলিশের ডিজিপি৷ হাজির ছিলেন সিআরপিএফের আইজি-ও৷

এদিকে কাশ্মীরের রাজ্যপাল এনএন ভোরা এদিন রাজ্যের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন৷ বৃহস্পতিবার এক সর্বদল বৈঠকও ডেকেছেন তিনি৷ রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অমরনাথ যাত্রা সম্পর্কে আলোচনা করা হবে বৈঠকে৷

The post কাশ্মীরে জঙ্গিদমনে আরও কড়া কেন্দ্র, সেনার শক্তি বাড়াতে পাঠানো হচ্ছে এনএসজি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement