shono
Advertisement

Breaking News

Red Fort

বিস্ফোরণের দুঃস্বপ্ন মুছে ফের খুলছে লালকেল্লা, পর্যটকদের সুখবর দিল কেন্দ্র

গত মঙ্গলবার থেকে বন্ধ ছিল লালকেল্লা।
Published By: Amit Kumar DasPosted: 11:48 PM Nov 15, 2025Updated: 11:48 PM Nov 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাশকতার দুঃস্বপ্ন পিছনে ফেলে ফের পর্যটকদের অভ্যর্থনা জানাতে চলেছে ইতিহাস বিজড়িত দিল্লির লালকেল্লা। শনিবার ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)-এর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে রবিবার অর্থাৎ ১৬ নভেম্বর থেকে ফের খুলে দেওয়া হবে লালকেল্লা। যার অর্থ, খারাপ সময় পেরিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে দিল্লি।

Advertisement

গত সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লালকেল্লার কাছে মেট্রোর সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয় ১৩ জনের। মেট্রো স্টেশনের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় লালকেল্লাও। গত কয়েকদিন বন্ধ থাকার পর শনিবার মেট্রো স্টেশনের ২ ও ৩ নম্বর গেট খোলা হয়েছে। তবে এক নম্বর গেট বন্ধই রাখা হয়েছে। অন্যদিকে, শনিবারই এএসআই-এর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে রবিবার থেকে আগের মতোই খুলে দেওয়া হবে লালকেল্লার দরজা।

উল্লেখ্য, বিস্ফোরণের পরই এএসআই-এর তরফে চিঠি লিখে দিল্লি পুলিশকে জানানো হয়েছিল লালকেল্লা বন্ধ রাখার কথা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে এই ঐতিহাসিক পর্যটনক্ষেত্র। পরে তদন্তের স্বার্থে আরও দু'দিন সেই মেয়াদ বাড়ানো হয়। অবশেষে শনিবার বিজ্ঞপ্তি জারি করে তা ফের খোলার সিদ্ধান্ত নিল সরকার।

এদিকে দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দেশজুড়ে একাধিক জায়গায় তল্লাশি ও ধরপাকড় শুরু করেছে। তদন্তে নেমে শ্রীনগর-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের স্ক্যানারে ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়। তদন্তে নেমে শুক্রবার বাংলা থেকে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে এনআইএ। একে একে সামনে আসছে দেশে ছড়িয়ে থাকা ‘হোয়াইট কলার টেরর’-এর ভয়াবহ তথ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নাশকতার দুঃস্বপ্ন পিছনে ফেলে ফের পর্যটকদের অভ্যর্থনা জানাতে চলেছে ইতিহাস বিজড়িত দিল্লির লালকেল্লা।
  • এএসআই-এর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে রবিবার অর্থাৎ ১৬ নভেম্বর থেকে ফের খুলে দেওয়া হবে লালকেল্লা।
  • যার অর্থ, খারাপ সময় পেরিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে দিল্লি।
Advertisement