সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের করিমগঞ্জ জেলার নাম বদলে হতে চলেছে শ্রীভূমি। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। নামবদলের কারণ হিসেবে মুখ্যমন্ত্রীর দাবি, ১০০ বছর আগে এখানকার নাম শ্রীভূমি রেখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এ বিষয়ে মঙ্গলবার এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা লেখেন, ১০০ বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অসমের করিমগঞ্জ জেলার নাম রেখেছিলেন শ্রীভূমি। যার অর্থ 'মা লক্ষ্মীর ভূমি'। অবশেষে এই অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ করল সরকার। এর সঙ্গেই করিমগঞ্জের ম্যাপ ও রবীন্দ্রনাথের ছবি-সহ একটি পোস্টার সোশাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি। দক্ষিন অসমের জেলার হারানো গৌরব ফিরিয়ে আনা হল। করিমগঞ্জ এখন থেকে জানা যাবে শ্রীভূমি নামে।
জানা যায়, ১৯১৯ সালে করিমগঞ্জ হয়ে সিলেটে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্র গবেষকরা মনে করেন, সিলেটে সেই সফরকালেই সম্ভবত কাউকে সই দিতে গিয়ে রবীন্দ্রনাথ অবিভক্ত ভারতের ওই অঞ্চলকে বর্ণনা করে লিখেছিলেন, 'মমতাবিহীন কালস্রোতে/বাঙলার রাষ্ট্রসীমা হোতে/ নির্বাসিতা তুমি/ সুন্দরী শ্রীভূমি।' অবিভক্ত সিলেট জেলার মধ্যে শুধু করিমগঞ্জই দেশভাগের পরে ভারতে যুক্ত হয়। এই নামবদল প্রসঙ্গে হিমন্তের যুক্তি করিমগঞ্জ নামের কোনও ঐতিহাসিক ভিত্তি নেই। অথচ শ্রীভূমি নামে ইতিহাস তো বটেই জড়িত রয়েছে রবীন্দ্রস্মৃতি। যার জেরেই এই পদক্ষেপ।
বিজেপি শাসিত রাজ্যে মুসলিম ঘেঁষা নাম বদলের হিড়িক নতুন নয়। এই সূত্রপাত হয়েছিল উত্তরপ্রদেশে যোগী সরকারের হাত ধরে। এর পর কেন্দ্রীয় সরকারের তরফেও পোর্ট ব্লেয়ার, মুঘল গার্ডেন-সহ একাধিক নাম বদল করা হয়। সেই ধারা অব্যাহত রেখে এবার করিমগঞ্জের নাম বদল প্রসঙ্গে বিরোধীদের দাবি, আসলে 'করিম' নামে আপত্তি বিজেপির। তাই রবীন্দ্রনাথকে ঢাল করে বদলে দেওয়া হচ্ছে এই নাম।