সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরে (Manipur) ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল পড়ুয়া ভরতি স্কুল বাস। অন্তত ১৫ জন স্কুল পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জখম বহু। আশঙ্কাজনক অবস্থায় তারা হাসপাতালে ভরতি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার সকালে মণিপুরে নোনে জেলায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, দু’টি বাস থাম্বলনু উচ্চ মাধ্যমিক স্কুলের পড়ুয়াদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হচ্ছিল। ইয়ারিপোক এলাকা থেকে বাসটি যাচ্ছিল খৌপাম জেলায়। বিষ্ণুপুর-খৌপাম সড়কে নিয়ন্ত্রণ হারায় স্কুল পড়ুয়াদের বাস দু’টি। লংসাই তুবং গ্রামের কাছে খাদে পড়ে যায় বাস দু’টি।
[আরও পড়ুন: হাতিয়ার কোভিড, রাহুলকে ভারত জোড়ো যাত্রা বন্ধ করতে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী]
ঘটনাস্থলেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর জখম অবস্থায় বহু পড়ুয়াকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।