সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের দিনেই বারাণসী রেলওয়ে স্টেশনে উত্তেজনা। শুক্রবার সেখানে বিজেপি বিধায়ক সৌরভ শ্রীবাস্তব ও রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) এক কর্মীর মধ্যে বচসা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর দুই দিনের বারাণসী সফরের দ্বিতীয় দিনে তিনি বারাণসী স্টেশন থেকে চারটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন।
ঘটনার একটি ভিডিও ক্লিপিংস ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিধায়ক ও আরপিএফ কর্মী পরস্পরকে ধাক্কা দিচ্ছেন। সূত্রের খবর, বিধায়ক শ্রীবাস্তব বিজেপি কর্মীদের নিয়ে স্টেশনের ভেতরে ঢোকার চেষ্টা করলে আরপিএফ কর্মীরা নিরাপত্তার কারণে তা আটকান। কারণ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্টেশনে উচ্চ নিরাপত্তা জারি ছিল এবং প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছিল। এই নিয়েই দুই পক্ষের মধ্যে সাময়িক তর্কাতর্কি ও ধাক্কাধাক্কি শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিধায়ককে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে বারাণসী স্টেশনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। সুরক্ষা ও নিরাপত্তা এবং ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখার জন্য কড়া নজরদারি চলছিল। প্রধানমন্ত্রী মোদি এদিন বারাণসী-খাজুরাহো বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্ম নম্বর ৮ থেকে উদ্বোধন করেন। এই ট্রেনটি বারাণসী, প্রয়াগরাজ এবং চিত্রকূটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রগুলিকে সংযুক্ত করবে। পাশাপাশি লখনউ-সাহারনপুর, ফিরোজপুর-দিল্লি এবং এরনাকুলম-বেঙ্গালুরু রুটের আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেন।
