shono
Advertisement
Tata Group

লোকসভার বছরে বিজেপিকে ৭৫৭ কোটির অনুদান টাটা গোষ্ঠীর! ছিটেফোঁটা পেল বিরোধীরা

২০২৪ সালের নির্বাচনী ট্রাস্টের অনুদানের খতিয়ান প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
Published By: Subhajit MandalPosted: 06:12 PM Dec 03, 2025Updated: 08:08 PM Dec 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে নির্বাচনী বন্ড। কিন্তু এখনও বড় অঙ্ক চাঁদা পাওয়া বন্ধ হয়নি রাজনৈতিক দলগুলির। নির্বাচনী ট্রাস্টের মাধ্যমে বড় অঙ্কের অনুদান পাচ্ছে তারা। তবে বন্ডের মতো এই অনুদান গোপন নয়। প্রকাশ্যে এর খতিয়ান পাওয়া যায়। নির্বাচন কমিশন সম্প্রতি সেই খতিয়ান প্রকাশ করেছে। তাতে রীতিমতো বিস্ফোরক তথ্য উঠে এসেছে।

Advertisement

প্রতাশিতভাবেই লোকসভা ভোটের বছর বিরোধীদের থেকে অনেক বেশি রাজনৈতিক চাঁদা পেয়েছে বিজেপি। অনেক পরে কংগ্রেস। তৃণমূল, ওয়াইএসআর কংগ্রেসের মতো দলগুলি ইলেকটোরাল ট্রাস্টের মাধ্যমে চাঁদা পেয়েছে নামমাত্র। রাজনৈতিক ট্রাস্টের মাধ্যমে বিজেপির চাঁদা প্রাপ্তির অঙ্ক ৯৫৯ কোটি। এর সিংভাগই দিয়েছে টাটা গোষ্ঠী। সব মিলিয়ে নির্বাচনী ট্রাস্টের মাধ্যমে কংগ্রেসের প্রাপ্ত অনুদানের পরিমাণ ৩১৩ কোটি।

টাটা গোষ্ঠীর ১৬টি সংস্থা সম্মিলিতভাবে প্রোগ্রেসিভ ইলেকটোরাল ট্রাস্ট নামের এক সংস্থার মাধ্যমে রাজনৈতিক দলগুলি চাঁদা দেয়। বিজেপিকে সবচেয়ে বেশি চাঁদা দিয়েছে টাটা গোষ্ঠী। অঙ্কটা প্রায় ৭৫৭ কোটি ৬০ লক্ষ। টাটা গোষ্ঠীর ৮৩ শতাংশ অনুদানই গিয়েছে গেরুয়া শিবিরের দখলে। কংগ্রেস টাটা গোষ্ঠীর মাধ্যমে চাঁদা পেয়েছে মাত্র ৭৭ কোটি ৩০ লক্ষ টাকা। যা মোট অনুদানের মাত্র সাড়ে ৮ শতাংশ। টাটা গোষ্ঠী তৃণমূল কংগ্রেস, ওয়াইএসআর কংগ্রেস পার্টি, শিব সেনা, বিজু জনতা দল, ভারত রাষ্ট্র সমিতি, লোক জনশক্তি পার্টি, জনতা দল ইউনাইটেড এবং ডিএমকে-কে ১০ কোটি টাকা করে অনুদান দিয়েছে।

মজার কথা হল বিজেপির সঙ্গে আদানি-আম্বানির নৈকট্য নিয়ে বিস্তর প্রশ্ন তোলে বিরোধী শিবির। অথচ সরকারিভাবে যে অনুদান বিজেপি পেয়েছে সেটার মধ্যে টাটা সবার আগে। আদানি তো ছাড়, কোনও সংস্থাই ধারেকাছে নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এখনও বড় অঙ্ক চাঁদা পাওয়া বন্ধ হয়নি রাজনৈতিক দলগুলির।
  • নির্বাচনী ট্রাস্টের মাধ্যমে বড় অঙ্কের অনুদান পাচ্ছে তারা।
  • বন্ডের মতো এই অনুদান গোপন নয়। প্রকাশ্যে এর খতিয়ান পাওয়া যায়।
Advertisement