shono
Advertisement
Constitution Day

সংবিধান দিবসে সংসদে গরহাজির, সাংসদদের শো-কজ করবে বিজেপি!

বঙ্গ বিজেপির হাত গোনা মাত্র চার সাংসদ উপস্থিত ছিলেন।
Published By: Amit Kumar DasPosted: 01:14 PM Nov 28, 2025Updated: 02:26 PM Nov 28, 2025

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: মহাআড়ম্বরে বুধবার সংসদে পালিত হয়েছে সংবিধান দিবস (Constitution Day)। অথচ সেই অনুষ্ঠানে গরহাজির ছিলেন শাসকদল বিজেপিরই বহু সাংসদ। সংবিধান দিবসে গরহাজির এইসব সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে গেরুয়া শিবির। বাংলা-সহ অন্য রাজ্যেরও দলীয় সাংসদদের শো-কজ করতে চেয়েছে বিজেপি।

Advertisement

সংবিধান দিবস উপলক্ষে বুধবার পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে কেন্দ্রের তরফে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বিজেপির সব সাংসদদের বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিল দল। তবে দলের নির্দেশ সত্ত্বেও বহু বিজেপি সাংসদ অনুপস্থিত ছিলেন। তা নিয়ে ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব। জানা গিয়েছে, সেদিন গরহাজির সমস্ত সাংসদকেই শো-কজ করা হবে। শো-কজের জবাবে সন্তুষ্ট না হলে সংশ্লিষ্ট সাংসদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বাংলার অধিকাংশ বিজেপি সাংসদই গরহাজির ছিলেন। ছিলেন বঙ্গ বিজেপির হাত গোনা মাত্র চার সাংসদ-রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, লোকসভার সাংসদ জগন্নাথ সরকার ও খগেন মুর্মু।

সূত্রের খবর, কেন বাংলার অধিকাংশ সাংসদ অনুষ্ঠানে গরহাজির ছিলেন তা রাজ্য নেতৃত্বের কাছে জানতে চেয়ে ইতিমধ্যেই ফোনও করা হয়েছে। বিজেপির সাংসদদের অনুপস্থিতি নিয়ে অতীতেও কেন্দ্রীয় নেতৃত্ব পদক্ষেপ করেছে। এর আগে 'এক দেশ, এক নির্বাচন' বিল পেশের সময়ে হুইপ থাকা সত্ত্বেও বিজেপি সাংসদরা অনুপস্থিত থাকায় তাঁদের নোটিস ধরিয়েছিল দল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহাআড়ম্বরে বুধবার সংসদে পালিত হয়েছে সংবিধান দিবস।
  • সেই অনুষ্ঠানে গরহাজির ছিলেন শাসকদল বিজেপিরই বহু সাংসদ।
  • সংবিধান দিবসে গরহাজির এইসব সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে গেরুয়া শিবির।
Advertisement