সাধারণতন্ত্র দিবসের আগে পাঞ্জাবে নাশকতার ছক! ভয়াবহ বিস্ফোরণে উড়ল একটি মালগাড়ি। ঘটনায় আহত হয়েছেন চালক। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আরডিএক্সের মাধ্যমেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কিন্তু এই বিস্ফোরণের নেপথ্যে কে বা কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শুক্রবার রাত দশটা নাগাদ পঞ্জাবের ফতেহগড় সাহিব জেলার সিরহিন্দ স্টেশনের কাছে রেললাইনে আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সেই সময় ওই লাইন দিয়ে একটি মালগাড়ি আসছিল। বিস্ফোরণের জেরে সেটি লাইনচ্যুত হয়ে যায়। দুমড়ে- মুচড়ে যায় মালগাড়ির ইঞ্জিন। স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকে তা শোনা গিয়েছিল। ভয়াবহ এই বিস্ফোরণের জেরে রেললাইনের প্রায় ১৫ ফুট অংশ উড়ে গিয়েছে বলে খবর। ঘটনায় আহত হয়েছেন ওই মালগাড়ির চালক।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং রেলের আধিকারিকরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, সাধারণতন্ত্র দিবসের আগে নাশকতার ছক করা হয়েছিল। এর নেপথ্যে হাত থাকতে পারে খলিস্তানপন্থীদের। যদিও বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
