shono
Advertisement

Breaking News

মুসলিমদের গণপিটুনিতে মৃত দলিত যুবক, খুনিদের হুমকি পেয়ে আত্মঘাতী বাবা

ফের শিরোনামে রাজস্থানের আলোয়ার৷ The post মুসলিমদের গণপিটুনিতে মৃত দলিত যুবক, খুনিদের হুমকি পেয়ে আত্মঘাতী বাবা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:42 PM Aug 16, 2019Updated: 06:02 PM Aug 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণপিটুনিতে মৃত্যু হয়েছে ছেলের৷ থানায় অভিযোগ করেছিলেন৷ তবে তাতেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত৷ পরিবর্তে তাদের কাছ থেকেই লাগাতার হুমকি পাচ্ছিলেন বাবা৷ মানসিক চাপ সহ্য করতে পারেননি দৃষ্টিহীন পুত্রহারা ব্যক্তি৷ শেষমেশ আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি৷ রাজস্থানের ভিওয়ান্ডির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন৷ 

Advertisement

[আরও পড়ুন: ‘কাশ্মীরিরা জন্তুর মতো খাঁচাবন্দি’, অমিত শাহকে চিঠি মেহবুবাকন্যার]

রাজস্থানের ফলসা গ্রামের বাসিন্দা হরিশ জাতভ গত ১৬ জুলাই মোটরবাইকে চড়ে যাচ্ছিলেন৷ আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পথচলতি এক মহিলাকে ধাক্কা মারেন তিনি৷ এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা৷ দলিত পরিবারের সন্তানকে দুর্ঘটনার জন্য দায়ী করে বেধড়ক মারধর করেন এলাকাবাসী৷ দিল্লির সফদরজং হাসপাতালে ভরতি করা হয় তাঁকে৷ গুরুতর জখম অবস্থায় দু’দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন তিনি৷ এরপর লড়াইয়ে হার মানেন৷ ওই হাসপাতালেই মৃত্যু হয় হরিশের৷ এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার৷ ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৪১ এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়৷ তবে এখনও গ্রেপ্তার হয়নি কেউই৷

গণপিটুনিতে ছেলের  মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা রুজু করাই ‘অপরাধ’ হরিশের দৃষ্টিশক্তিহীন বাবার৷ অভিযোগ, ছেলের খুনিরা ক্রমাগত ওই দলিত ব্যক্তিকে হুমকি দিতে থাকে৷ একদিকে ছেলের মৃত্যু আবার তার উপর সুবিচার না পাওয়া সঙ্গে খুনিদের হুমকি – সবমিলিয়ে মানসিক চাপে ছিলেন হরিশের বাবা৷ বৃহস্পতিবার বিষ খেয়ে আত্মহত্যা করেন তিনি৷ স্থানীয় হাসপাতালে ভরতি করা হলেও, বাঁচানো সম্ভব হয়নি ওই বৃদ্ধকে৷ এই ঘটনার জন্য পুলিশই পরোক্ষে দায়ী বলেই অভিযোগ নিহতের বড় ছেলের৷ তাঁর অভিযোগ, হরিশের মৃত্যুর তদন্তে উদাসীন পুলিশ৷ যদি ঠিকমতো তদন্ত করত, তাহলে তাঁর বাবাকে আত্মহত্যা করতে হত না৷

[আরও পড়ুন: ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ পাচ্ছে ভারতীয় সেনা, জেনে নিন খুঁটিনাটি তথ্য]

নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মুখ খুলতে চাননি পুলিশ আধিকারিকরা৷ ঘটনা তদন্তসাপেক্ষ বলেই দাবি আলোয়ারের পুলিশ সুপারের৷

The post মুসলিমদের গণপিটুনিতে মৃত দলিত যুবক, খুনিদের হুমকি পেয়ে আত্মঘাতী বাবা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement