shono
Advertisement

বাড়িতে গিয়ে টিকা দিলে অনেক প্রাণ বাঁচত, প্রবীণদের টিকাকরণ নিয়ে কেন্দ্রকে তোপ বম্বে হাই কোর্টের

ফের টিকাকরণ নিয়ে আদালতের সমালোচনার মুখে কেন্দ্র।
Posted: 07:06 PM May 12, 2021Updated: 10:04 AM May 13, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Corona Virus) দ্বিতীয় ঢেউয়ে কার্যত বিপর্যস্ত দেশ। তার উপর বিরোধীদের একের পর আক্রমণের নিশানায় কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে অক্সিজেন-সহ একাধিক ইস্যুতে সুপ্রিম কোর্ট এবং বেশ কয়েকটি হাই কোর্টের সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে। এবার প্রবীণদের টিকাকরণ নিয়ে বম্বে হাই কোর্টের তিরস্কার শুনতে হল কেন্দ্রকে।

Advertisement

টিকাকরণ নিয়ে একটি মামলার শুনানি চলছিল বম্বে হাই কোর্টে। শুনানির সময় আদালত কার্যত কেন্দ্রের টিকাকরণ কর্মসূচি নিয়েই প্রশ্ন তুলে দেয়। আদালত বলে, কেন প্রবীণ নাগরিকদের জন্য বাড়িতে বাড়িতে গিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা চালু হল না, যেখানে প্রতিটি প্রবীণ নাগরিকের প্রাণ বাঁচানো জরুরি। কয়েক মাস আগেই যদি দুয়ারে দুয়ারে গিয়ে প্রবীণ নাগরিকদের টিকা দেওয়া যেত, তবে অনেক প্রাণ হয়তো বাঁচানো যেত।

 

আজ বুধবার সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে। যদিও শুনানির সময় কেন্দ্রের তরফে কী সাফাই দেওয়া হয়, সে সম্পর্কে পিটিআই কিছু উল্লেখ করেনি। তবে আদালতের এমন প্রশ্নের মুখে কেন্দ্র যে কার্যত অস্বস্তিতে পড়ছে, তা বলার অপেক্ষা রাখে না।

[আরও পড়ুন: টিকা পাবেন ২-১৮ বছর বয়সিরাও? ক্লিনিক্যাল ট্রায়ালের ছাড়পত্র পেল Covaxin]

এদিকে করোনার জেরে গোটা দেশই কাবু। লকডাউনের হাত ধরে কিছু রাজ্যে সংক্রমণের হার সামান্য কমলেও তা মোটেই সার্বিক ভাবে স্বস্তি দিচ্ছে না। কারণ বুধবারই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্যে দেখা গিয়েছে দৈনিক সংক্রমণের হার ফের বেড়েছে। মঙ্গলবার গোটা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কেরল, কর্ণাটক, তামিলনাড়ুর মতো রাজ্যে সংক্রমণের তালিকায় উপরের দিকে রয়েছে। তবে লকডাউনের জেরে দিল্লিতে কিছুটা কমেছে সংক্রমণ। তবে বিশেষজ্ঞদের মত এখন কোনও রকম ঢিলেমি দিলে পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে চলে যাবে।

[আরও পড়ুন: করোনামুক্ত আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন, মৃত্যুর গুজব উড়িয়ে ফিরলেন তিহার জেলে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement