shono
Advertisement

Breaking News

Accident in Bihar

মাছের গাড়িতে পিষ্ট কিশোরকে ফেলে মাছ কুড়োতে ব্যস্ত জনতা! যন্ত্রণায় ছটফটিয়ে মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রের

খবর পেয়ে ছুটে আসেন রীতেশের বাবা-মা। কিন্তু ততক্ষণে সব শেষ। সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল।
Published By: Subhankar PatraPosted: 05:13 PM Jan 17, 2026Updated: 08:06 PM Jan 17, 2026

রাস্তায় পড়ে কিশোরের রক্তাক্ত দেহ! মাছ ভর্তি গাড়ির ধাক্কায় গুরুতর জখম সে। রক্তে ভেসে যাচ্ছে এলাকা। সেই দিকে হুঁশ নেই কারও। রাস্তায় পড়ে থাকা মাছ কুড়োতে ব্যস্ত সবাই। যন্ত্রণায় ছটফট করতে করতে রাস্তাতেই পড়ে থেকে মৃত্যু হল সপ্তম শ্রেণির ছাত্রের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের সীতামারহি জেলায়।

Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম রীতেশ কুমার। বয়স ১৩ বছর। সে সীতামারহি জেলার ঝাঝিহাট গ্রামের পুপরি থানা এলাকার বাসিন্দা। রীতেশ ওরফে গলু সকালে টিউশন পড়তে যাচ্ছিল। সেই সময় মাছ ভর্তি একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। গাড়ির চাকায় পিষ্ট হয় সে। গাড়িটিও অর্ধেক উলটে যায়। রাস্তায় পড়ে যায় অনেক মাছ। দুর্ঘটনার পর কিশোরটিকে উদ্ধার তো দূরের কথা, মাছ কুড়োতে ব্যস্ত হয়ে পড়েন স্থানীয়রা। কেউ গামছা, কেউ হাতে মাছ নিয়ে পালাতে ব্যস্ত হয়ে ওঠেন। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে রীতেশ। সেখানেই তার মৃত্যু। সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন)।

খবর পেয়ে ছুটে আসেন রীতেশের বাবা-মা। কিন্তু ততক্ষণে সব শেষ। মারা গিয়েছে রীতেশ। খবর যায় স্থানীয় থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় থানায়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement