shono
Advertisement

Breaking News

Toll Tax

পুরোপুরি বন্ধ হচ্ছে নগদ লেনদেন, টোল ট্যাক্স নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, কবে চালু নয়া নিয়ম?

দেশের মহাসড়কগুলির ভ্রমণকে সম্পূর্ণত ডিজিটাল করার লক্ষ্যেই এই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার।
Published By: Kishore GhoshPosted: 08:30 PM Jan 17, 2026Updated: 08:52 PM Jan 17, 2026

টোল ট্যাক্স নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। এবার থেকে হাইওয়েতে আর নগদ লেনদেন নয়। টোল ট্যাক্স দিতে হবে কেবলমাত্র ফাস্টট্যাগ বা ইউপিআই পদ্ধতিতে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের নির্দেশে আগামী ১ এপ্রিল থেকে গোটা দেশে কার্যকর হবে নয়া নিয়ম। অর্থাৎ, দেশের সমস্ত মহাসড়ক এবং জাতীয় সড়কের টোল প্লাজায় নগদ লেনদেন চলবে চলতি অর্থবর্ষের ৩১ মার্চ অবধি। মহাসড়কগুলির ভ্রমণকে সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্যেই নয়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের।

Advertisement

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক মনে করছে, 'ক্যাশলেশ টোলিং' ব্যবস্থা দ্রুত, স্বচ্ছ এবং অনেক বেশি নির্ভরযোগ্য। সবচেয়ে বড় কথা, FASTag থাকা সত্ত্বেও অনেকে এখনও টোল ট্যাক্স দেওয়ার জন্য নগদ ব্যবহার করেন, যার ফলে যানজট তৈরি হয় মহাসড়কগুলিতে। সমস্যা বাড়ে উৎসব-পার্বণের সময়। এছাড়াও কেন্দ্রের বক্তব্য, টোল প্লাজায় ঘন ঘন থামার ফলে জ্বালানি খরচ বাড়ে, চালকদের মধ্যে ক্লান্তি দেখা দেয়। প্রতিবার গাড়ি থামিয়ে আবার গাড়ি চালানোর ফলে সময় এবং ডিজেল দুই নষ্ট হয়। দীর্ঘ দূরত্বের ভ্রমণের সময় এই ক্ষতি আরও বেড়ে যায়। নগদহীন টোলিং ব্যবস্থা এমন একাধিক সমস্যার সমাধান করবে।

কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রক মনে করছে, 'ক্যাশলেশ টোলিং' ব্যবস্থা দ্রুত, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য করে তুলবে।

এমনিতে ইউপিআই মাধ্যমে টোল ট্যাক্স দেওয়ার ব্যবস্থা চালু হওয়ার পর তা রীতিমতো জনপ্রিয় হয়েছে। তা মাথায় রেখেও নগদ লেনদেন সম্পূর্ণ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ফলে এবার থেকে আর টোলকর্মীদের জন্য অপেক্ষা করতে হবে না। নগদহীন টোল বাস্তবায়নের এই সিদ্ধান্ত ভবিষ্যতের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে ভাবা হচ্ছে। জানা গিয়েছে, সরকার শীঘ্রই মাল্টি-লেন ফ্রি ফ্লো (MLFF) টোলিং পদ্ধতি আনতে চলছে। এই ব্যবস্থার অধীনে টোল প্লাজায় কোনও বাধা থাকবে না, যানবাহন অবাধে চলাচল করবে। FASTag এবং যানবাহন শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে টোল ফি স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement