shono
Advertisement
fund for Bengal

পঞ্চায়েত স্তরে উন্নয়নে জোর, কেন্দ্রের থেকে ৬৮০ কোটি পেল রাজ্য

বুধবার পশ্চিমবঙ্গকে ওই টাকা হস্তান্তর করা হয়েছে বলে কেন্দ্রের তরফে।
Published By: Subhajit MandalPosted: 12:01 AM Oct 10, 2025Updated: 12:01 AM Oct 10, 2025

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় পশ্চিমবঙ্গকে ৬৮০ কোটি ৭১ লক্ষ টাকা দিল কেন্দ্রীয় সরকার। চলতি অর্থবর্ষে ‘সংযুক্ত (মৌলিক) অনুদান’ খাতে প্রাপ্য অর্থের প্রথম কিস্তি হিসাবে এই তহবিল পেল রাজ্য। পঞ্চায়েত তথা গ্রামীণ উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলির জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। রাজ্যের ৩,২২৪টি গ্রাম পঞ্চায়েত, ৩৩৫টি পঞ্চায়েত সমিতি এবং ২১টি জেলা পরিষদের কাছে এই তহবিল পৌঁছবে বলে বৃহস্পতিবার কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

Advertisement

পাশাপাশি, এদিনই গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে ১৫১ কোটি টাকারও বেশি অনুদান কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে। পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় স্বাস্থ্যখাতের অনুদান হিসাবে পশ্চিমবঙ্গ সরকারকে যে টাকা বরাদ্দ করেছে, তা ‘গ্রামীণ সাব-সেন্টারের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির ডায়াগনস্টিক পরিকাঠামো উন্নয়নে সহায়তা’ শিরোনামের অধীনে, অর্থবছর ২০২৪-’২৫-এর জন্য। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী, এই স্বাস্থ্যখাতের অনুদান ব্যবহৃত হবে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিকে প্রয়োজনীয় ডায়াগনস্টিক পরিষেবার জন্য সম্পূর্ণভাবে সজ্জিত করতে, যাতে গ্রামীণ এলাকায় নাগরিকরা সহজে এই সুবিধা পেতে পারেন।

কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের পঞ্চায়েতিরাজ সংস্থাগুলিকে মজবুত করতে পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে যে ৬৮০ কোটি টাকার বেশি দিয়েছে, তা ৬ অক্টোবর অর্থাৎ বুধবার পশ্চিমবঙ্গকে হস্তান্তর করা হয়েছে বলে কেন্দ্রের তরফে এক বিবৃতিতে এদিন জানানো হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় গত এবং বর্তমান অর্থবর্ষ মিলিয়ে এই নিয়ে পশ্চিমবঙ্গ পেল মোট ৪ হাজার ১৮১ কোটি ২৩ লক্ষ টাকা। এই পুরো অর্থ অবশ্য ‘সংযুক্ত অনুদান’ খাতের নয়। সদ্য পাওয়া ৬৮০ কোটি টাকা ধরে গত অর্থবর্ষ থেকে এ পর্যন্ত মোট ২ হাজার ৮২ কোটি ১৩ লক্ষ টাকা রাজ্য পেয়েছে ‘সংযুক্ত অনুদান’ খাতে। বাকি ২ হাজার ৯৯ কোটি ১০ লক্ষ টাকা রাজ্য পেয়েছে ‘আবদ্ধ অনুদান’ (বাঁধা অনুদান) খাতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় পশ্চিমবঙ্গকে ৬৮০ কোটি ৭১ লক্ষ টাকা দিল কেন্দ্রীয় সরকার।
  • চলতি অর্থবর্ষে ‘সংযুক্ত (মৌলিক) অনুদান’ খাতে প্রাপ্য অর্থের প্রথম কিস্তি হিসাবে এই তহবিল পেল রাজ্য।
  • পঞ্চায়েত তথা গ্রামীণ উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলির জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে।
Advertisement