shono
Advertisement

সাবধান! বছর শেষেই বাতিল হয়ে যাবে এই ব্যাঙ্কগুলির চেক বই

জেনে নিন কোন কোন ব্যাঙ্কের চেক বই বাতিল হয়েছে। The post সাবধান! বছর শেষেই বাতিল হয়ে যাবে এই ব্যাঙ্কগুলির চেক বই appeared first on Sangbad Pratidin.
Posted: 05:47 PM Dec 27, 2017Updated: 12:17 PM Dec 27, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরই শেষ হবে ২০১৭, স্বাগত জানানো হবে নতুন বছরকে। নববর্ষ উদযাপনের জন্য তৈরি গোটা দেশ। কিন্তু তার আগে ব্যাঙ্ক গ্রাহকদের জন্য দুঃসংবাদ। বছর শেষ হতে না হতেই বাতিল হয়ে যাবে বেশ কয়েকটি ব্যাঙ্কের চেক বই। এসবিআইয়ের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে একথা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। আর মাত্র কয়েকটি দিন, তারপরই নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের চেক বই আর ব্যবহারযোগ্য থাকবে না।

Advertisement

[‘কুলভূষণের সঙ্গে পাকিস্তানে যোগ্য আচরণ’, সপা সাংসদের মন্তব্যে শোরগোল]

অযথা ঘাবড়ানোর কোনও কারণ নেই। জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কয়েকটি সহযোগী ব্যাঙ্কেরই কেবল চেক বই বাতিল হতে চলেছে। এর মধ্যে রয়েছে ভারতীয় মহিলা ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব পাটিয়ালা, স্টেট ব্যাঙ্ক অব মাইসোর, স্টেট ব্যাঙ্ক অব বিকানের এবং জয়পুর, স্টেট ব্যাঙ্ক অব রায়পুর, স্টেট ব্যাঙ্ক অব ত্রিবাঙ্কুর এবং স্টেট ব্যাঙ্ক অব হায়দরাবাদ। ৩১ ডিসেম্বরের পর থেকে আর এই ব্যাঙ্কগুলির চেক বই বৈধ থাকবে না বলে খবর। চলতি বছরের এপ্রিলেই ওই ব্যাঙ্কগুলির সঙ্গে এসবিআইয়ের সংযুক্তিকরণ ঘটেছিল। আর তাই এই সমস্ত ব্যাঙ্কের গ্রাহকদের নতুন আইএফএসসি কোড যুক্ত চেক বই নেওয়ার কথা জানিয়েছিল এসবিআই কর্তৃপক্ষ। এর আগে গত ৩০ সেপ্টেম্বর পুরনো চেক বইগুলি বাতিল হওয়ার সময়সীমা ধার্য করা হয়েছিল। পরবর্তীকালে অবশ্য সেই সময়সীমা বাড়ানো হয়। যা কিনা শেষ হচ্ছে চলতি মাসের ৩১ তারিখ। স্টেট ব্যাঙ্কের তরফ থেকে টুইট করে আগেই গ্রাহকদের সে কথা জানানো হয়েছে। পাশাপাশি নতুন চেক বইও নেওয়ার জন্য আবেদন করার কথা বলা হয়েছে।

 

[টেক অফের আগে বিমানের ইঞ্জিন থেকে বেরল জ্বালানি, ছড়াল চাঞ্চল্য]

কিন্তু কীভাবে আবেদন করবেন নতুন চেক বইয়ের জন্য?

জানা গিয়েছে, নতুন চেকবইয়ের জন্য ওই সহযোগী ব্যাঙ্কগুলির গ্রাহককে নিকটবর্তী এসবিআইয়ের শাখায় যোগাযোগ করতে হবে কিংবা নিকটবর্তী এটিএম বা এসবিআইয়ের মোবাইল অ্যাপ ব্যবহার করতে হবে। এছাড়া সহযোগী ব্যাঙ্কগুলির সঙ্গে এসবিআইয়ের সংযুক্তিকরণের পর ওই ব্যাঙ্কের গ্রাহকদের নেট ব্যাঙ্কিংয়ের ওয়েবসাইট অ্যাড্রেস হল- https://www.onlinesbi.com। তবে তার জন্য নতুন করে রেজিস্টার করতে হবে না। ওই ওয়েবসাইটে পুরনো লগইন ইউজারনেম এবং লগইন পাসওয়ার্ড একই থাকবে। এর আগে ১৩০০টি ব্রাঞ্চের নাম এবং আইএফএসসি কোড বদলে ফেলেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, লখনউ, কলকাতার মতো বড় শহরগুলির ব্রাঞ্চে মূলত এই পরিবর্তন ঘটেছিল। আইএফএসসি (IFSC) কোড হল ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড। এগারো সংখ্যার এই কোডটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিটি ব্যাঙ্ককে দিয়ে থাকে। এর মাধ্যমেই প্রত্যেক শাখা আলাদা পরিচয় পায়। অনলাইন লেনদেনের ক্ষেত্রে এই কোড অত্যন্ত গুরুত্বপূর্ণ।

[নিশানায় কলকাতা, ভিডিও প্রকাশ করে নাশকতার হুমকি আল কায়েদার]

 

The post সাবধান! বছর শেষেই বাতিল হয়ে যাবে এই ব্যাঙ্কগুলির চেক বই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার