shono
Advertisement

Breaking News

Chhattisgarh

ওড়িশার পর ছত্তিশগড়, ফের শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে 'আত্মঘাতী' নাবালিকা!

স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে লাগাতার যৌন হেনস্তার অভিযোগ এনেছে ওই কিশোরী।
Published By: Anwesha AdhikaryPosted: 02:46 PM Nov 25, 2025Updated: 03:41 PM Nov 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশার পর এবার ছত্তিশগড় (Chhattisgarh)। আবারও শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে আত্মঘাতী পড়ুয়া। জানা গিয়েছে, ছত্তিশগড়ের যশপুর জেলার এক ১৫ বছর বয়সি পড়ুয়া আত্মঘাতী হয়েছে রবিবার। বেসরকারি স্কুলের ওই ছাত্রীর অভিযোগ, প্রিন্সিপাল তাকে যৌন হেনস্তা করেছে। তার জেরেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ১৫ বছর বয়সি ওই পড়ুয়া।

Advertisement

অভিযুক্ত প্রিন্সিপালের নাম কুলদীপন টোপনো। তাঁর বিরুদ্ধে লাগাতার যৌন হেনস্তা, আপত্তিকরভাবে স্পর্শ করার অভিযোগ এনেছে ওই কিশোরী। স্কুলের হস্টেলেই গলায় শাড়ির ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে নবম শ্রেণির ওই পড়ুয়া। ঝুলন্ত দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোটও। রবিবার ওই কিশোরী ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পরেই শুরু হয় তদন্ত। গ্রেপ্তার হন অভিযুক্ত শিক্ষক।

গ্রেপ্তার হওয়া কুলদীপনের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ রয়েছে। স্কুল চত্বরে তিনি যে হস্টেল চালাচ্ছিলেন, সেটি অবৈধ বলে জানিয়েছে তফসিলি জাতি দপ্তর। ২২ জন ছাত্র এবং ১১ জন ছাত্রী ওই হস্টেলে থাকে। কিন্তু সেই হস্টেলের অনুমতি নেননি বেসরকারি স্কুলের প্রিন্সিপাল কুলদীপন। হস্টেলে থাকা ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হলেও, কুলদীপনের বিরুদ্ধে অন্যান্য অভিযোগের তদন্ত শুরু করেছে বিশেষ তদন্তকারী দল। আগামী দিনে আরও তথ্য প্রকাশ্য আসবে বলে জানিয়েছেন স্থানীয় সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট প্রদীপ রাঠিয়া।

চলতি বছরের জুলাই মাসে একইভাবে ওড়িশার এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে আত্মঘাতী হন এক কলেজছাত্রী। ভরা ক্যাম্পাসে গায়ে আগুন দিয়েছিলেন ছাত্রী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর। রাজ্যের শিক্ষামন্ত্রী সূর্যবংশী সূরজের পদত্যাগ দাবি করে পথে নামে একাধিক রাজনৈতিক দল। রাজ্যজুড়ে ‘ওড়িশা বন্‌ধ’ ডাকা হয়। কিন্তু কয়েকমাসের মধ্যেই ছত্তিশগড়ে আবারও সেই একই মর্মান্তিক ঘটনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঝুলন্ত দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোটও। রবিবার ওই কিশোরী ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পরেই শুরু হয় তদন্ত।
  • গ্রেপ্তার হওয়া কুলদীপনের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ রয়েছে। স্কুল চত্বরে তিনি যে হস্টেল চালাচ্ছিলেন, সেটি অবৈধ বলে জানিয়েছে তফসিলি জাতি দপ্তর।
  • ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হলেও, কুলদীপনের বিরুদ্ধে অন্যান্য অভিযোগের তদন্ত শুরু করেছে বিশেষ তদন্তকারী দল।
Advertisement