shono
Advertisement

Breaking News

উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, আলোচনায় নোট বাতিল-জিএসটি

নয়া রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? The post উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, আলোচনায় নোট বাতিল-জিএসটি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:38 PM Nov 02, 2017Updated: 12:16 PM Nov 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার দিনটিকে কালাদিবসের তকমা দিয়ে রাজ্যে কোমর বেঁধে আন্দোলনে নামছে তৃণমূল। এ ঘোষণা যখন হচ্ছে প্রায় তখনই মুম্বইয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের বিরুদ্ধে মমতার জেহাদে শামিল হয়েছিল শিবসেনা। এদিনের আলোচনাতেও উঠে এল নোট বাতিলের প্রসঙ্গ। ফলে দুয়ে মিলে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

চিপস ভেবে খেলনা খেয়ে নেওয়ায় মৃত্যু চার বছরের শিশুর ]

গোড়া থেকেই নোট বাতিলের বিরোধিতা করেছেন মমতা। দিল্লিতে যখন তিনি তাঁর আন্দোলন বিস্তার করেন, তখন হাতে গোনা যে কয়জন নেতাকে পাশে পেয়েছিলেন তাঁদের মধ্যে ছিলেন উদ্ধব ঠাকরে। এদিকে শরিক দল বিজেপির সঙ্গে এখন শিব সেনার সম্পর্ক এখন আদায় কাঁচকলায়। নোট বাতিল ও জিএসটি- নিয়ে শিব সেনার একাধিক তোপের মুখে পড়েছে বিজেপি। হিন্দুত্ব নিয়েও চাঁচাছোলা আক্রমণ শানিয়েছে শিব সেনা। এমনকী বিজেপি দুর্নীতির দল মুম্বইজুড়ে পোস্টার সাঁটিয়েছে। এই প্রেক্ষিতে মমতা ও উদ্ধবের মুখোমুখি হওয়া রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিনের আলোচনার সিংহভাগ জুড়ে ছিল  নোট বাতিল ও জিএসটি। কেন্দ্রের জনবিরোধী নীতি নিয়ে দু’জনের মধ্যে বিশদে  আলোচনা হয়। কেন্দ্রীয় শাসকদলের সঙ্গে মতানৈক্যই এখানে ঐক্যমতের জায়গা গড়ে দিয়েছে। দু’জনেরই লক্ষ্য এক। সুতরাং দু’জনের হাতে-হাত শক্তিশালী আন্দোলনেরই ইঙ্গিত দিচ্ছে। রাজনীতির বাইরেও প্রয়াত বাল ঠাকরের সঙ্গে সুসম্পর্ক ছিল মমতার। সময় পেরিয়ে শিব সেনার গদিতে উদ্ধব এলেও, সম্পর্ক খারাপ হয়নি। উলটে তা দৃঢ় করে দিয়েছে কেন্দ্রবিরোধী অবস্থান। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় শিবসেনা প্রধান উদ্ধবের সঙ্গে  ছিলেন তাঁর ছেলে আদিত্যও। এদিন উন্নয়নের কাজে কেএমসি-বিএমসি নয়া চুক্তি নিয়েও আলোচনা হয়েছে তাঁদের মধ্যে।এদিন বৈঠক শেষে মমতা বলেন, “আমাদের নীতি আলাদা। কিন্তু বিজেপির শরিক হয়েও শিব সেনা ওদের কাজের সমালোচনা করে। মানুষের স্বার্থের প্রশ্নে যে রাজনীতি আসে না সেটা ওরা দেখিয়েছে। তা অবশ্যই প্রশংসনীয়।”

কেন্দ্র বিরোধী থার্ড ফ্রন্ট বা ফেডারেল ফ্রন্টের একটা নকশা বহুদিন ধরেই ফুটিয়ে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময় আঞ্চলিক দলগুলিকে একত্র করে কেন্দ্রবিরোধী আন্দোলনে গতি আনার চেষ্টা করেছেন। কিন্তু সমসময় তা সাফল্য হয়নি। নোট বাতিলের সময়ও এই তৃতীয় ফ্রন্টকে রূপ দিতে উদ্যোগী হয়েছিলেন মমতা। সে সময় তা খানিকটা দানা বাঁধলেও নানা বাধ্যবাধকতায় সম্ভভ হয়নি। এবার মুম্বই সফরে মমতা-উদ্ধব বৈঠক কিন্তু সেদিকে বেশ খানিকটা আশার আলো দেখাচ্ছে। নোট বাতিলে মোদি সরকারের ব্যর্থতাই নির্বাচনের আগে কংগ্রেসের হাতে তুরুপের তাস। একই অবস্থান তৃণমূল ও শিব সেনারও। সুতরাং এই বৈঠক থেকে নয়া কোনও রাজনৈতিক সমীকরণ বেরিয়ে আসে কিনা তা নিয়ে রাজনীতির কারবারিদের মধ্যে কৌতুহল ক্রমশ বাড়ছে।

[ দুঃসংবাদ! 3G ইন্টারনেট পরিষেবা বন্ধ করছে Airtel ]

The post উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, আলোচনায় নোট বাতিল-জিএসটি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার