shono
Advertisement

মদের বিরুদ্ধে এককাট্টা বিহার, মানববন্ধনে নীতিশ-লালু

শুভ উদ্যোগ। The post মদের বিরুদ্ধে এককাট্টা বিহার, মানববন্ধনে নীতিশ-লালু appeared first on Sangbad Pratidin.
Posted: 07:13 PM Jan 21, 2017Updated: 01:43 PM Jan 21, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য থেকে দূর করতে হবে মদ। নেশামুক্ত সুস্থ সমাজ গড়ে তুলতে হবে। আর তার জন্য তৈরি করতে হবে মানববন্ধন। এমনভাবে মাদকের বিরুদ্ধে মানব-বন্ধন গড়ে উঠছে বিহারে। রাজ্যের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই এগিয়ে আসছেন এই মানববন্ধনে অংশ নিতে। মানুষের মধ্যে থেকে মদের প্রভাব বন্ধ করার জন্য এই মানববন্ধন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

(এবার অত্যাধুনিক বর্মে আরও শক্তিশালী হচ্ছে বায়ুসেনা)

শনিবার সাধারণ মানুষের পাশাপাশিই অনুষ্ঠানে যোগ দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। এদিন পাটনার গান্ধী ময়দানে বিহার সরকারের পক্ষ থেকে এই অনুষ্ঠানের অয়োজন করা হয়েছিল। যে কোনও ধরনের নেশার বিরুদ্ধে মানুষকে সচেতন করতেই এই সিদ্ধান্ত সরকারের।

The post মদের বিরুদ্ধে এককাট্টা বিহার, মানববন্ধনে নীতিশ-লালু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement