করোনা LIVE UPDATE: ফের লকডাউনের পথে দিল্লি? অমিত শাহর বৈঠকের পর হতে পারে সিদ্ধান্ত

12:56 PM Jun 14, 2020 |
Advertisement

দেশে আনলক ওয়ান পর্ব পেরিয়ে গেল এক সপ্তাহ। তবে প্রতিদিন করোনা সংক্রমণের নতুন নতুন রেকর্ডে আনলক টু নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ফের না লকডাউনের পথে হাঁটতে হয়, এই চিন্তা থাকছেই। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ২০ হাজার ৯২২ জন। মৃত্যু হয়েছে ৯১৯৫ জনের। পাশাপাশি এ রাজ্যেও করোনা সংক্রমণের হার বাড়ছে, বিশেষত শহর কলকাতার পরিস্থিতি উদ্বেগজনক। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০,২৪৪ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫১ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

Advertisement

দুপুর ১২.৩৩: রেলের কোচ এবং দিল্লির সমস্ত হাসপাতালে COVID চিকিৎসার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানালেন কেজরিওয়াল। 

বেলা ১১.৪৬: দিল্লিতে কি ফের লকডাউন? অমিত শাহর বৈঠকের পর চূড়ান্ত হতে পারে সিদ্ধান্ত। সংক্রামক এলাকায় ফের কড়া নিয়ম লাগু হতে পারে।

Advertising
Advertising

বেলা ১১: স্বরাষ্ট্রমন্ত্রকে পৌঁছলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। করোনা পরিস্থিতি নিয়ে অমিত শাহর সঙ্গে বৈঠক শুরু। রয়েছেন দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজল।

সকাল ৯.২১: বিপুল হারে সংক্রমণের রেকর্ড অব্যাহত দেশে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১,৯২৯ জন, মৃত্যু হয়েছে ৩১১ জনের। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লক্ষ ২১হাজার। মৃত্যু পেরল ৯ হাজার। 

সকাল ৮.৫৭: সপ্তাহান্তে লকডাউনের সিদ্ধান্ত পাঞ্জাবে। আজ থেকেই কার্যকর করা হল সিদ্ধান্ত। 

সকাল ৮:  দীর্ঘ দু’মাসেরও বেশি সময় পর আনলক ওয়ান পর্বে ফের শহর কলকাতায় চালু ট্রাম পরিষেবা। কলকাতার ২৫ টি ট্রাম রুটের মধ্যে টালিগঞ্জ থেকে বালিগঞ্জ পর্যন্ত ছুটল ট্রাম। চালকদের পরনে পিপিই, মুখে মাস্ক, হাতে গ্লাভস। ট্রাম পরিষেবাতেও থাকছে নয়া নিয়ম। সকাল ৭টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে ট্রাম।

সকাল ৭.২৬: দেশে করোনার বলি ৯ হাজার ছুঁতে চলল। আর মৃত্যুর এই পরিসংখ্যান নিয়ে বিশ্বের করোনা তালিকায় নবমে ঢুকে পড়ল ভারত।

[আরও পড়ুন: দেশের করোনা আক্রান্তদের দুই তৃতীয়াংশের উৎস ৫ রাজ্য, পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক মোদির]

সকাল ৭: দিল্লির করোনা পরিস্থিতিতে বাড়ছে উদ্বেগ। আজই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপ-রাজ্যপাল অনিল বৈজলের সঙ্গে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। সকাল ১১টা নাগাদ বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা।

সকাল ৬.৩৬: করোনা, লকডাউন আবহে মানবিক প্রয়াগরাজের এক স্কুল। গত তিন মাসের স্কুল ফি সম্পূর্ণ মকুব। লকডাউনের জেরে অভিভাবকদের সমস্যার কথা বিবেচনা করে এপ্রিল, মে, জুন মাসের ফি দিতে হবে না, জানিয়েছেন স্কুলের প্রিন্সিপাল।

The post করোনা LIVE UPDATE: ফের লকডাউনের পথে দিল্লি? অমিত শাহর বৈঠকের পর হতে পারে সিদ্ধান্ত appeared first on Sangbad Pratidin.

Advertisement
Next