shono
Advertisement

Breaking News

করোনা LIVE UPDATE: কোভিড আক্রান্ত তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বড় ছেলেও, চলছে চিকিৎসা

এর আগে বিধায়ক স্বয়ং এবং তাঁর ছোট ছেলে করোনা আক্রান্ত হন। The post করোনা LIVE UPDATE: কোভিড আক্রান্ত তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বড় ছেলেও, চলছে চিকিৎসা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:24 AM Jun 24, 2020Updated: 03:36 PM Jun 24, 2020

লকডাউন কাটিয়ে নতুন করে ছন্দে ফেরার চেষ্টা করছে দেশ। এখনও পর্যন্ত দেশে ৪ লক্ষ ৫৬ হাজার ১৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৪ হাজার ৪৭৬ জনের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৭২৮জন। রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৮০ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

Advertisement

বেলা ৩.৩৫: আগামী ৬ জুলাই থেকে দিল্লিতে প্রতিটি বাড়িতে হবে করোনা পরীক্ষা।

বেলা ৩.০৮: এবার করোনা আক্রান্ত পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বড় ছেলে। এর আগে বিধায়কের ছোট ছেলে তীর্থঙ্কর ঘোষ করোনা আক্রান্ত হন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। তারপর পরিবারের অন্য সদস্যদেরও করোনা পরীক্ষা হয়েছিল। সেই সময় সবার রিপোর্ট নেগেটিভ এলেও, নির্মল ঘোষের রিপোর্ট পজিটিভ আসে। এবার নির্মল ঘোষের বড় ছেলেও করোনা আক্রান্ত। 

বেলা ৩.০৬: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবান্নে শুরু সর্বদল বৈঠক।

দুপুর ২.৪৩: দিল্লির শকুর বস্তিতে রেলের তৈরি কোভিড কেয়ার সেন্টারে প্রথম রোগীর চিকিৎসা শুরু হল।  

দুপুর ২.৪০: পাঞ্জাবের মোহালিতে খুলল রেস্তরাঁ।

দুপুর ১: রাশিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭১৭৬ জন। করোনা সংক্রমিতের মোট সংখ্যা পেরল ৬ লক্ষের গণ্ডি।

সকাল ১১.০৫:  এবারে করোনায় আক্রান্ত হলেন খড়গপুর পুরসভার বিদায়ী উপ পুরপ্রধান তথা প্রশাসক কমিটির সদস্য শেখ হানিফ। তার সাথে খড়গপুর শহরের আরও দু’জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে। তিনজনের বাড়ি খড়গপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের পাঁচবেরিয়া এলাকায়। চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা শহরে। চাপে প্রশাসন।

সকাল ১০.০৩: শিকেয় সামাজিক দূরত্ববিধি। লুধিয়ানার সবজি মান্ডিতে ভিড় অগণিত মানুষের।

সকাল ৯.৪৮: বারাণসীতে প্রায় ৩ মাস পর শুরু ফেরি পরিষেবা।

সকাল ৯.২১: ফের ভারতে সর্বোচ্চ করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ হাজার ৯৬৮ জন। মৃত্যু হয়েছে ৪৬৫ জনের।  

সকাল ৯.১৫: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকড়েরও।

সকাল ৮.২০: করোনা মোকাবিলায় আজ সর্বদল বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

রাত ১.২৫: করোনা সংক্রমণ রুখতে লকডাউন প্রভাব ফেলছে স্কুল পড়ুয়াদের পড়াশোনা, দাবি ইউনিসেফের।

The post করোনা LIVE UPDATE: কোভিড আক্রান্ত তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বড় ছেলেও, চলছে চিকিৎসা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement