shono
Advertisement

করোনা LIVE UPDATE: হায়দরাবাদে মৃত্যু COVID পজিটিভ সাংবাদিকের, আক্রান্ত আরও ১৯

ভেন্টিলেশনে রাখার ঘণ্টাখানেকের মধ্যেই তাঁর মৃত্যু হয় বলে খবর। The post করোনা LIVE UPDATE: হায়দরাবাদে মৃত্যু COVID পজিটিভ সাংবাদিকের, আক্রান্ত আরও ১৯ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:46 AM Jun 07, 2020Updated: 02:04 PM Jun 07, 2020

করোনার ছোবলের মাঝে দেশে লকডাউন অনেকটাই শিথিল। চলছে আনলক ওয়ান। আগামী সপ্তাহে দ্বিতীয় ধাপে আরও বেশ কিছু জায়গা ছাড় পেতে চলেছে। এই মুর্হূতে হু হু করে বাড়ছে সংক্রমণ। ইটালি, স্পেনকে পেরিয়ে বিশ্বের করোনা তালিকায় ভারতের স্থান আপাতত পঞ্চম। আক্রান্তের সংখ্যা ২, ৪৬,৬২৮। মৃত্যু হয়েছে ৬৯২৯জনের। পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭,৭৩৮ জন। মৃত্যু হয়েছে ৩১১ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

Advertisement

দুপুর ১.৪৩: তামিলনাড়ুতে ৮৬ শতাংশ করোনা আক্রান্তই উপসর্গহীন। জানালেন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী।

দুপুর ১.৩৩:  করোনা আক্রান্ত হয়ে এক সাংবাদিকের মৃত্যু হায়দরাবাদে। পরীক্ষার রিপোর্ট পজিটিভ হওয়ার পর অসুস্থতা বাড়তে থাকে। ভেন্টিলেশনে রাখার ঘণ্টাখানেকের মধ্যে মৃত্যু। হায়দরাবাদে মোট ১৯ জন সাংবাদিক করোনায় আক্রান্ত।

দুপুর ১২.৪০: সোমবার থেকে গোয়ায় খুলে যাচ্ছে সমস্ত ধর্মীয় স্থান। তবে চার্চে জমায়েতে জারি থাকছে নিষেধাজ্ঞা। 

দুপুর ১২.২৭: শিশু এবং বয়স্কদের সংক্রমণের আশঙ্কা বেশি। তাই তাঁদের বাড়ির বাইরে একেবারেই বেরতে নিষেধ করলেন কেজরিওয়াল। প্রয়োজনে বাড়িতে আলাদা ঘরে রাখার পরামর্শ। সোমবার থেকে লকডাউন শিথিল হচ্ছে দিল্লিতে। তার আগে সতর্কতামূলক পদক্ষেপ কেজরি প্রশাসনের।

দুপুর ১২.১৪: দিল্লি হাসপাতালে আপাতত শুধু দিল্লির বাসিন্দাদেরই চিকিৎসা হবে। সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দুপুর ১২.০৫:  সোমবার থেকে দিল্লিতে খুলে যাচ্ছে সমস্ত মল, রেস্তরাঁ, ধর্মীয় স্থান। সাংবাদিক বৈঠকে জানালেন কেজরিওয়াল।

বেলা ১১.৩০: পশ্চিম মেদিনীপুরের দাসপুরে করোনা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। একসঙ্গে ২৭ জন পরিযায়ী শ্রমিক করোনা আক্রান্ত। চিন্তা বাড়ছে প্রশাসনের।

বেলা ১১: লে থেকে রাজ্যের শ্রমিকদের ফেরাতে আরও দুটি বিমান পাঠাচ্ছে ঝাড়খণ্ড সরকার। ৮ ও ৯ তারিখ দুটি বিমানে ফিরছেন ১১৫ জন শ্রমিক। জানাল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দপ্তর।

সকাল ১০.৫০: জলপাইগুড়ির মালবাজারে মেটেলিতে আরও ছ জনের দেহ মিলল করোনার জীবাণু। জানা গেছে, এদের মধ্যে ৯ বছরের বালক রয়েছে। তাঁরা করোনা পজিটিভ কারও সংস্পর্শে এসেছিলেন কি না, তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর। 

সকাল ৯.৩৭: ফের রেকর্ড সংক্রমণ দেশে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্য়া ৯৯৭১।  মোট আক্রান্ত ২, ৪৬,৬২৮। মৃত্যু হয়েছে ৬৯২৯ জনের। নয়া পরিসংখ্যান স্বাস্থ্য মন্ত্রকের।

সকাল ৯.২০: করোনা আক্রান্ত দিল্লির এক আইএএস অফিসার। দিল্লি স্বাস্থ্য দপ্তরের ওএসডি (OSD) পদে কর্মরত তিনি। এছাড়া বিপর্যয় মোকাবিলা বিভাগের সিইও-র দায়িত্ব সামলাচ্ছেন। দুই গুরুত্বপূর্ণ পদের কারণে সম্প্রতি বহু বৈঠকে অংশ নিয়েছিলেন। তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানোর কাজ চলছে।

সকাল ৮.৫০: চিকিৎসকদের প্রতি কেজরিওয়ালের হুঁশিয়ারির ঘটনায় তীব্র নিন্দা জানাল দিল্লি মেডিক্যাল অ্যাসোসিয়শন। গঙ্গারাম হাসপাতালের বিরুদ্ধে FIR-এর ঘটনা কিছুতেই সমর্থনযোগ্য নয়, মনে করছেন সদস্যরা।

Delhi Medical Association strongly condemns the way Delhi CM is warning the doctors & threatening hospitals about #COVID19 patients’ admissions&tests. FIR on Sir Ganga Ram Hospital is highly condemnable and demoralizing for the whole medical fraternity: Delhi Medical Association pic.twitter.com/SsirANUdVC

সকাল ৮.১০: ভারতে করোনার সর্বাধিক প্রভাব এখনও সময়ের অপেক্ষা। সতর্কবার্তা AIMS’এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়ার।

সকাল ৭.৫৫: আচমকাই হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক প্রয়োগ থামিয়ে দিল আমেরিকা। ‘অপ্রয়োজনীয়’ তকমা দিয়ে ওষুধটি বন্ধ করে দেওয়া হল।

সকাল ৭.৪০: বিশ্বজুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে তা পেরিয়ে গেল ৭০ লক্ষ।

[আরও পড়ুন: লকডাউনে নেই চাকরি, পেটের দায়ে ১০০ দিনের কাজ করছেন উত্তরপ্রদেশের শিক্ষিত বেকাররা]

সকাল ৭.১৫: সপ্তাহান্তে দিল্লি-গাজিপুর সীমানায় ফের সকাল থেকে ভিড়। বাজার এবং অন্যান্য কাজের জন্য শুরু হয়েছে যাতায়াত। সীমানা পুলিশের কড়া নজর। গাড়ির কাগজপত্র পরীক্ষা করে তবেই ছাড়া হচ্ছে।

সকাল ৭. ০৫: কেরলে ফের বাড়ছে করোনা সংক্রমণ। তা রুখতে কোচির একটি কনভেনশন সেন্টারকে রাতারাতি বদলে ফেলা হল COVID হাসপাতালে। ২০০ শয্যার হাসপাতালচি চালু হয়ে যাবে আগামী সপ্তাহ থেকেই। জানিয়েছেন কেরলের মন্ত্রী ভিকে সুনীল কুমার। এর আগে করোনা রুখতে ‘কেরল মডেল’ দেশের কাছে শিক্ষণীয় হয়ে উঠেছিল।

The post করোনা LIVE UPDATE: হায়দরাবাদে মৃত্যু COVID পজিটিভ সাংবাদিকের, আক্রান্ত আরও ১৯ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement