shono
Advertisement
Deepti Chaurasia Death Case

গোপনে বিয়ে স্বামীর, অকথ্য অত্যাচার! পুত্রবধূর মৃত্যুতে কাঠগড়ায় পানমশলা সংস্থার কর্ণধারের পরিবার

দীপ্তির স্বামীর নাকি অবৈধ সন্তানও রয়েছে।
Published By: Subhajit MandalPosted: 12:55 PM Nov 28, 2025Updated: 02:18 PM Nov 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নামী পানমশলা সংস্থার কর্ণধার কমলকিশোর চৌরাসিয়ার পুত্রবধূর মৃত্যুতে নয়া মোড়। এবার চৌরাসিয়া পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মৃতা পুত্রবধূর পরিবারের। দীপ্তির ভাইয়ের দাবি, দীপ্তির স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক এবং গোপন বিয়ের খবর পেয়েছিলেন তাঁরা। অন্য মহিলার সঙ্গে দীপ্তির স্বামীর সন্তানও রয়েছে বলে খবর।

Advertisement

২০১০ সালে দীপ্তি চৌরাসিয়ার (Deepti Chaurasia) সঙ্গে বিয়ে হয় কমলকিশোরের পুত্র অর্পিতের। তাঁদের ১৪ বছরের একটি পুত্র রয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, মঙ্গবার দুপুরে বাড়ির ভেতর থেকেই উদ্ধার হয় দীপ্তির ঝুলন্ত দেহ (Deepti Chaurasia Death Case)। সূত্রের খবর, নিজের ওড়নায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। পরিবারের লোকজন এই দৃশ্য দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে দিল্লির সাফদরজং হাসপাতালে পাঠায়। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট।

নিজের মৃত্যুর জন্য পরিবারের কাউকে দায়ী না করলেও, সুইসাইড নোটে দীপ্তি লিখেছেন, ‘যদি সম্পর্কে প্রেম ও বিশ্বাস না থাকে, তাহলে জীবন অর্থহীন।’ সুইসাইড নোটের ভিত্তিতে তদন্তকারীদের অনুমান, স্বামী হরপ্রীতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছিল দীপ্তির। এরই মধ্যে দীপ্তির ভাই দাবি করলেন, তাঁর দিদির স্বামীর শুধু অবৈধ সম্পর্ক ছিল তাই নয়, তাঁর একটি অবৈধ সন্তানও রয়েছে। দীপ্তির ভাইয়ের কথায়, "দিদির স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। ওকে কলকাতার বাড়িতেও এনেছিলাম। শ্বশুরবাড়ির লোক ফেরত নিয়ে যায়। কথা দেয়, বোনকে ভালো রাখবে। সে কথা রাখেনি।"

যদিও কমলকিশোর চৌরাসিয়ার পরিবার ওই সব অভিযোগ খারিজ করে দিয়েছে। পরিবারের আইনজীবীদের দাবি ‘ভিত্তিহীন’ অভিযোগ করছে দীপ্তির পরিবার। পুলিশ অবশ্য অভিযুক্তদের পরিবারের বয়ান রেকর্ড করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নামী পানমশলা সংস্থার কর্ণধার কমলকিশোর চৌরাসিয়ার পুত্রবধূর মৃত্যুতে নয়া মোড়।
  • এবার চৌরাসিয়া পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মৃতা পুত্রবধূর পরিবারের।
  • দীপ্তির ভাইয়ের দাবি, দীপ্তির স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক এবং গোপন বিয়ের খবর পেয়েছিলেন তাঁরা।
Advertisement