দিল্লিতে লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ। অভিঘাতে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু। জঙ্গি হামলা হিসেবে ঘোষণা না করা হলেও তদন্তের গতিপথ সেদিকেই ইঙ্গিত করছে। সূত্রের খবর, হামলার নেপথ্যে রয়েছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বিস্ফোরণের আগে সুনহেরি মসজিদের পার্কিং লটে ৩ ঘণ্টা অপেক্ষা করছিল গাড়িটি। ঘাতক গাড়ির সূত্র ধরে ইতিমধ্যেই আটক করা হয়েছে দুই সন্দেহভাজনকে। প্রতি মুহূর্তের আপডেট জানতে চোখ রাখুন সংবাদ প্রতিদিন.ইন-এ।
সন্ধ্যে ৯.০০: দোষীদের খুঁজে বার করুন। উচ্চপর্যায়ের বৈঠকে আধিকারিকদের কড়া নির্দেশ দিলেন অমিত শাহ।
সন্ধ্যে ৭.৫০: নিরাপত্তার কারণে আগামী ১২ নভেম্বর অর্থাৎ বুধবার পর্যন্ত বন্ধ থাকবে লালকেল্লা মেট্রো স্টেশন।
সন্ধ্যে ৬.৩০: বিস্ফোরণস্থল থেকে মোট ৪২টি নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। আগামিকাল শুরু হবে পরীক্ষা।
সন্ধ্যে ৬.১০: দিল্লি বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করলেন জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি।
বিকেল ৫.১৫: দিল্লি বিস্ফোরণের প্রাথমিক তদন্তের রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকে জমা দিল দিল্লি পুলিশ।
দুপুর ২.৫০: দিল্লিতে বোমা বিস্ফোরণের তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এনআইএ-র হাতে। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বাসভবনে স্বরাষ্ট্রসচিব, আইবি ডিরেক্টর, এনআইএ-র ডিজি, দিল্লির পুলিশ কমিশনার-সহ অন্যান্য আধিকারিকরাদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক রাজ্যের সঙ্গে এই বিস্ফোরণের যোগ পাওয়া গিয়েছে। যার জেরেই এই পদক্ষেপ।
দুপুর ২.৪০: দিল্লি বিস্ফোরণের জেরে উচ্চপর্যায়ের বৈঠক হতে চলেছে বুধবার। কাল বিকেল সাড়ে ৫টায় হতে চলেছে মন্ত্রিসভার বৈঠক। এই বৈঠকের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দুপুর ২.৩০: সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী লালকেল্লার কাছে বিস্ফোরণের মূল পাণ্ডা ছিল জম্মু ও কাশ্মীরের উমর মহম্মদ। সন্দেহভাজন এই ব্যক্তির ডিএনএ পরীক্ষার জন্য মঙ্গলবার তার মা ও ভাইকে তলব করেছে পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে, বিশদ তদন্তের জন্য উমরের পরিবারের সদস্যদের দিল্লিতে নিয়ে আসা হবে।
দুপুর ২.০০: পর্যটকদের নিরাপত্তা ও তদন্তের স্বার্থে ১৩ নভেম্বর পর্যন্ত লালকেল্লা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল তদন্তকারীরা। পাশাপাশি লালকেল্লার নিকটবর্তী মেট্রো স্টেশন ও চাঁদনি চক মার্কেট বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। গোটা রাজধানীকে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে।
দিল্লি পুলিশের তরফে জারি করা বিজ্ঞপ্তি।
দুপুর ১২.০০টা: দিল্লিতে বোমা বিস্ফোরণের ঘটনায় ভুটান থেকে বিবৃতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি বলেন, "আজ আমি এখানে অত্যন্ত ভারী মন নিয়ে এসেছি। কাল সন্ধেয় দিল্লিতে হওয়া ভয়াবহ ঘটনায় সকলের মনই যন্ত্রণাক্লিষ্ট। আমি আক্রান্তদের পরিবারের দুঃখকে বুঝি। আজ গোটা দেশ ওদের পাশে রয়েছে। আমি কাল রাত পর্যন্ত তদন্তের সঙ্গে যুক্ত সমস্ত এজেন্সির সঙ্গে, সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। আলোচনাও করেছি। যোগসূত্রগুলিকে যুক্ত করা হচ্ছিল। আমাদের এজেন্সিগুলি এই ঘটনার শিকড় পর্যন্ত পৌঁছবে। ষড়যন্ত্রকারীরা রেহাই পাবে না।"
সকাল ১১.৩০: দিল্লি বিস্ফোরণে কড়া হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। জানালেন, "এই হামলায় যে অপরাধীরা জড়িত তাঁদের ন্যায় কাঠগড়ায় তোলা হবে। কোনওভাবেই অপরাধীরা রেহাই পাবে না।"
সকাল ১১টা: দিল্লি বিস্ফোরণের ঘটনায় উচ্চপর্যায়ের বৈঠকে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বাসভবনেই চলছে এই বৈঠক। সেখানে উপস্থিত রয়েছেন, স্বরাষ্ট্রসচিব, আইবি ডিরেক্টর, এনআইএ-র ডিজি, দিল্লির পুলিশ কমিশনার-সহ অন্যান্য আধিকারিকরা।
সকাল ১০.৫০: দিল্লি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৩। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বেশিরভাগ দেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
সকাল ১০.৪০: সোমবার লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ইউএপিএ ধারায় মামলা দায়ের। এটি সন্ত্রাসবিরোধী আইন। দিল্লির কোতোয়ালি থানা UAPA-এর ১৬, ১৮ ধারা, বিস্ফোরক আইন এবং বিএনএসের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সকাল ১০.৩০: ফরিদাবাদে প্রায় ৩ হাজার কেজি বিস্ফোরক উদ্ধারের মামলায় গ্রেপ্তার ডাঃ মুজাম্মিল শাকিলের ভাই আজাদ শাকিল বলেন, "বাবার অস্ত্রোপচারের সময় জুন মাসে ও বাড়ি এসেছিল। সবাই ওঁকে জঙ্গি বলছে। কিন্তু এই ঘটনায় আমাদের কোনও সম্পর্ক নেই। গত ৫০ বছরে আমাদের পরিবারের বিরুদ্ধে একটিও মামলা দায়ের হয়নি। আমরা মনেপ্রাণে ভারতীয়। মুজাম্মিল অত্যন্ত ভালো মানুষ। এই ঘটনার সঙ্গে ওঁর কোনও যোগ নেই।"
