shono
Advertisement
Phalodi satta bazar

দিল্লি বিধানসভা ভোটে জিতবে কে? কী পূর্বাভাস ফালৌদি সাট্টা বাজারের?

দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য আপ, বিজেপি, কংগ্রেস তিন শিবিরই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে।
Published By: Subhajit MandalPosted: 03:40 PM Jan 12, 2025Updated: 03:40 PM Jan 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনের লড়াইয়ে এগিয়ে কে? আপ, বিজেপি, নাকি কংগ্রেস বাজিমাত করবে কারা? খানিক চমকপ্রদ পূর্বাভাস দিল রাজস্থানের ফালৌদি সাট্টা বাজার।

Advertisement

এই সাট্টাবাজারগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় রাজস্থানের ফালৌদি সাট্টাবাজার (Phalodi Satta Bazar)। যোধপুরের কাছে একটি ছোট্ট শহর ফালৌদি। বাইরে থেকে আর পাঁচটা শহরের মতো হলেও এই শহরের মধ্যেই রয়েছে বিখ্যাত সাট্টা বাজার। এই সাট্টাবাজার আইনিভাবে স্বীকৃত নয়। এক কথায় বেআইনি। তাই বাইরে থেকে বোঝার উপায় নেই এই ছোট্ট শহরে কোটি কোটি টাকার জুয়া খেলা হয়। খেলাধুলো, ভোট থেকে শুরু করে আবহাওয়া সবকিছুরই সমীক্ষা করে এই সাট্টাবাজার। সাম্প্রতিক অতীতে এই ফালৌদি সাট্টাবাজারের বুকিদের একাধিক সমীক্ষা মিলে গিয়েছে।

ফালৌদি সাট্টাবাজারের সমীক্ষা বলছে দিল্লি বিধানসভা নির্বাচনে এবার ভালোরকম ধাক্কা খেতে চলেছে আপ। গত দুই বিধানসভা নির্বাচনে আপ ৭০ আসনের মধ্যে ষাটের বেশি আসন পেয়েছিল। এবার তাঁরা টেনেটুনে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। অরবিন্দ কেজরিওয়ালের দল পেতে পারে ৩৭-৩৯টি আসন। যা ম্যাজিক ফিগারের থেকে সামান্য বেশি। গত দুই বিধানসভা নির্বাচনে খাতা খুলতে না পারলেও এবার বিজেপি আপকে ভালোরকম টক্কর দেবে বলে পূর্বাভাস দিচ্ছে সাট্টা বাজার। পূর্বাভাস অনুযায়ী, দিল্লিতে ২৫-৩৫টি আসন পেতে পারে। তবে গেরুয়া শিবির ম্যাজিক ফিগার ছুঁতে পারবে না। দিল্লিতে এই গত এক দশক খাতাই খুলতে পারেনি কংগ্রেস। এবার তাঁদের অবস্থার সামান্য উন্নতি হলেও বিরাট পরিবর্তন হবে না। এবার হাত শিবিরের দখলে যেতে পারে মাত্র ৩ আসন।

দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য আপ, বিজেপি, কংগ্রেস তিন শিবিরই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। আপ ইতিমধ্যেই ৭০ আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কংগ্রেসও অধিকাংশ আসনে প্রার্থী ঘোষণা করেছে। তবে সে তুলনায় খানিকটা পিছিয়ে বিজেপি। তবে প্রচার এবং প্রতিশ্রুতির বহরে কোনওভাবেই পিছিয়ে থাকতে নারাজ গেরুয়া শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই সাট্টাবাজারগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় রাজস্থানের ফালৌদি সাট্টাবাজার।
  • বাইরে থেকে আর পাঁচটা শহরের মতো হলেও এই শহরের মধ্যেই রয়েছে বিখ্যাত সাট্টা বাজার।
  • সাম্প্রতিক অতীতে এই ফালৌদি সাট্টাবাজারের বুকিদের একাধিক সমীক্ষা মিলে গিয়েছে।
Advertisement