shono
Advertisement
WinZO

ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, গ্রেপ্তার অনলাইন গেমিং সংস্থার দুই কর্ণধার

সংস্থার প্রায় ৫০৫ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে ইডি।
Published By: Subhajit MandalPosted: 10:16 AM Nov 28, 2025Updated: 10:16 AM Nov 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইন গেমিং আইন পাশের পরই বড়সড় পদক্ষেপ কেন্দ্রের। এবার অনলাইন ফ্যান্টাসি অ্যাপ WinZO'র দুই কর্ণধারকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁদের বিরুদ্ধে তথ্যের অপব্যবহার, বিরাট অঙ্কের দুর্নীতির অভিযোগ রয়েছে। সংস্থার প্রায় ৫০৫ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে ইডি।

Advertisement

অনলাইন গেমিং বিল পাশ হওয়ার পরই দেশজুড়ে বিভিন্ন ফ্যান্টাসি অ্যাপের উপর নজরদারি শুরু করেছে কেন্দ্র। সেই নজরদারির সময়ই WinZO'র উপর নজর যায়। ইডির নজরে পড়ে সংস্থার একাধিক লেনদেনে। তল্লাশি চালানো হয় সংস্থার একাধিক ঠিকানায়। প্রতিষ্ঠাতা পাবন সিং নন্দ এবং সৌম্যা রাঠৌর জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপরই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে ৫০৫ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। WinZO'র বিরুদ্ধে অভিযোগ, গ্রাহকদের প্যান, কেওয়াইসির তথ্যের অপব্যবহার, বিপুল আর্থিক দুর্নীতি, গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধের।

সংসদের বাদল অধিবেশনে ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫’ বিলটি পাশ করিয়ে নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। যার ফলে আস্ত শিল্পে লালবাতি ঝুলে গিয়েছে। অনলাইন গেমিং আইন পাশ হওয়ার পর একে একে ড্রিম ১১, এমপিএলের মতো ১১টি বড় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম আর্থিক লেনদেনের মাধ্যমে খেলাধুলো বন্ধ করে দিয়েছে। এই গেমিং অ্যাপগুলি বন্ধ করার নেপথ্যে অন্যতম বড় কারণই ছিল ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রুখে দেওয়া এবং দুর্নীতি বন্ধ। সেই লক্ষ্যেই WinZO'র মতো অ্যাপে নজরদারি চালাচ্ছে কেন্দ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনলাইন গেমিং আইন পাশের পরই বড়সড় পদক্ষেপ কেন্দ্রের।
  • এবার অনলাইন ফ্যান্টাসি অ্যাপ WinZO'র দুই কর্ণধারকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
  • তাঁদের বিরুদ্ধে তথ্যের অপব্যবহার, বিরাট অঙ্কের দুর্নীতির অভিযোগ রয়েছে।
Advertisement