shono
Advertisement

Breaking News

Supreme Court

স্বাধীনতার ৮০ বছরেও পর্যাপ্ত সরকারি চাকরি নেই, আক্ষেপ সুপ্রিম কোর্টের

যোগ্য প্রার্থীদের নিয়ে চিন্তায় শীর্ষ আদালত।
Published By: Subhajit MandalPosted: 11:25 AM Apr 06, 2025Updated: 11:25 AM Apr 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতার পর প্রায় ৮০ বছর হতে চলল। অথচ এখনও সব যোগ্য প্রার্থীর জন্য সরকারি চাকরির বন্দোবস্ত করতে পারছে না সরকার। আক্ষেপ খোদ শীর্ষ আদালতের। বিহারের এক মামলায় শীর্ষ আদালত বলল, স্বাধীনতার এত বছর পরও সরকারি চাকরির অপ্রতুলতা দুর্ভাগ্যজনক।

Advertisement

সুপ্রিম কোর্ট বলছে, "স্বাধীনতার পর প্রায় ৮০ বছরের কাছাকাছি পৌঁছে গিয়েছি আমরা। অথচ এখনও যোগ্য প্রার্থীদের জন্য উপযুক্ত সংখ্যক সরকারি চাকরির ব্যবস্থা আমরা করতে পারিনি। খুব কম সরকারি চাকরির সুযোগ থাকার ফলে বহু যোগ্য প্রার্থী চাকরি থেকে বঞ্চিত হয়ে থাকেন। কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে।" সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ বলছে, "যোগ্য প্রার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন একটি সরকারি চাকরি পাওয়ার আশায়। কিন্তু, পর্যাপ্ত চাকরির সুযোগের অভাবে বঞ্চিত হতে হচ্ছে তাঁদের।"

আসলে সুপ্রিম কোর্টে বিহারের চৌকিদার পদ সংক্রান্ত বিতর্কের একটি মামলার শুনানি ছিল। বিহারের নিয়ম ছিল সে রাজ্যের চৌকিদার পদটি বংশানুক্রমিকভাবে চালু থাকবে। অর্থাৎ যে ব্যক্তি চৌকিদার পদে চাকরি করছেন, তাঁর অবর্তমানে তাঁরই পরিবারের কেউ চাকরি পাবেন। কিন্তু, সেই প্রথাকে পাটনা হাই কোর্ট বাতিল করে দেয়। পাটনা হাই কোর্ট জানিয়ে দেয়, এই প্রথার কোনও সাংবিধনিক বৈধতা নেই। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি দায়ের হয়েছিল। তবে শীর্ষ আদালতও পাটনা হাই কোর্টের রায় বহাল রাখল। একই সঙ্গে রাজ্যে চাকরির অভাব নিয়ে উদ্বেগও প্রকাশ করল শীর্ষ আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুপ্রিম কোর্ট বলছে, স্বাধীনতার পর প্রায় ৮০ বছরের কাছাকাছি পৌঁছে গিয়েছি আমরা।
  • অথচ এখনও যোগ্য প্রার্থীদের জন্য উপযুক্ত সংখ্যক সরকারি চাকরির ব্যবস্থা আমরা করতে পারিনি।
  • সুপ্রিম কোর্টে বিহারের চৌকিদার পদ সংক্রান্ত বিতর্কের একটি মামলার শুনানি ছিল।
Advertisement