shono
Advertisement

করণি সেনা প্রধানের হত্যায় উত্তপ্ত মরুরাজ্য, রাজস্থান জুড়ে বনধের ডাক

বনধকে সমর্থন জানিয়েছে অন্যান্য সম্প্রদায়ও।
Posted: 09:47 AM Dec 06, 2023Updated: 09:47 AM Dec 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করণি সেনা প্রধান সুখদেব সিং গোগামেদির (Sukhdev Singh Gogamedi) হত্যাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজস্থান। সবেমাত্র ক্ষমতার পালাবদল হয়েছে মরুরাজ্যে। তার পরই সৃষ্টি হল এমন পরিস্থিতির। রাজ্যে বুধবার দিনভর বনধের ডাক দিয়েছে করণি সেনা। বনধকে সমর্থন জানিয়েছে অন্যান্য সম্প্রদায়ও।

Advertisement

মঙ্গলবার থেকেই এই খুনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজস্থান (Rajasthan)। করণি সেনার (Karni Sena) কর্মী ও সমর্থকদের দেখা যায় পথে নেমে বিক্ষোভ দেখাতে। জয়পুরে রাস্তা অবরোধ করে তারা। বন্ধ করিয়ে দেওয়া হয় বহু দোকান। মেট্রো মাস হাসপাতাল ও মানসরোবরগামী পথ রুদ্ধ করেও বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনকারীরা।

[আরও পড়ুন: ভয় দেখিয়ে মমতার সঙ্গছাড়া করা যাবে না! বিধানসভায় হুঙ্কার ফিরহাদের]

রাজপুত করণী সেনার নরমপন্থী গোষ্ঠীর নেতা হিসাবে পরিচিত ছিলেন সুখদেব। ২০১৮ সালে বলি পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীর ছবি ‘পদ্মাবত’ নিয়ে বিতর্কে পরিচিত হন তিনি। তাঁকেই বাড়ির একদম কাছে একটি বাড়িতে ঢুকে গুলিতে ঝাঁজরা করে দিয়েছে চার দুষ্কৃতী। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে হত্যাকাণ্ডের হাড়হিম করা সিসিটিভি ফুটেজ। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং-এর সদস্য রোহিত গোদারা কাপুরসারি হামলার দায় স্বীকার করেছে। রীতিমতো ফেসবুকে পোস্ট করে একথা ঘোষণা করেছে সে। জানিয়ে দেয়, শত্রুকে সাহায্য করার ‘শাস্তি’ দেওয়া হয়েছে গোগামেদিকে। সেই সঙ্গে ‘শত্রু’দের উদ্দেশে তার হুমকি, শিগগিরি তাদেরও খতম করা হবে।

[আরও পড়ুন: বিধানসভায় প্রধানমন্ত্রীর উদ্দেশে ‘চোর’ স্লোগান! ৬০ TMC বিধায়কের বিরুদ্ধে FIR]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement