সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তদন্তের মুখে গুগল ম্যাপ! উত্তরপ্রদেশের বরেলিতে গুগল ম্যাপের ভরসায় গাড়ি চালিয়ে নির্মীয়মাণ সেতু থেকে নদীগর্ভে পড়ে যায় একটি গাড়ি। এই ঘটনায় চালক-সহ তিন জনের মৃত্যু হয়েছিল। এর জেরেই গুগল ম্যাপের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই অবস্থায় গুগল ম্যাপের কার্যকারিতা এবং কার্যপ্রক্রিয়া নিয়ে তদন্ত হচ্ছে!
চলতি বছর বন্যার সময় বরেলির ওই সেতুর সামনের অংশ ভেঙে গিয়েছিল। এর পর ফের সেতুর নির্মাণ শুরু হয়েছিল। যদিও তা সম্পূর্ণ হয়নি। জিপিএসে এই বিষয়টি আপডেট ছিল না। এছাড়াও সেতুতে সতর্কতামূলক কোনও বোর্ডও লাগানো ছিল না বলে জানা গিয়েছে। এর ফলেই চালক সম্পূর্ণ বিভ্রান্ত হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বরেলি থেকে বদায়ুঁ জেলার ডাটাগঞ্জে যাচ্ছিল ওই গাড়িটি। পথে পড়ে ‘অভিশপ্ত’ সেতু। দ্রুত গতিতে থাকা গাড়িটি রাম গঙ্গা নদীতে পড়ে যায়। এর ফলেই মৃত্যু হয়েছে চালক-সহ গাড়়িতে থাকা ৩ জনের।
এই ঘটনার তদন্তে নেমে একদিকে যেমন পূর্ত দপ্তরের একাধিক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, পাশাপাশি ভারতে গুগল ম্যাপের দায়িত্বে থাকা এক ব্যক্তির সঙ্গেও কথা বলেছে বরেলির পুলিশকর্তারা, সংবাদসংস্থা পিটিআই সূত্রে একথা জানা গিয়েছে। অন্যদিকে বরেলির দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছে গুগলের মুখপাত্র। এএফপিকে তিনি জানান, মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমরা। প্রশাসনের কাজে সহযোগিতা করছি। তদন্তে সাহায্য করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে কেরলে দুই চিকিৎসকের মৃত্যু হয়েছিল গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে। ওই ঘটনাতেও নদীগর্ভে গাড়িটি পড়ে গিয়েছিল।