shono
Advertisement

‘মোদি পদবি’ মামলায় বিরাট ধাক্কা, হাই কোর্টেও খারিজ রাহুল গান্ধীর আবেদন

সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা খোলা আছে কংগ্রেস নেতার কাছে।
Posted: 11:22 AM Jul 07, 2023Updated: 01:22 PM Jul 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মোদি পদবি’ মামলায় বিরাট ধাক্কা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। প্রাক্তন কংগ্রেস সভাপতির শাস্তি বাতিলের আবেদন খারিজ করল গুজরাট হাই কোর্টও। যার অর্থ এখনই সাংসদ পদ ফেরত পাবেন না রাহুল। এমনকী আগামী লোকসভা নির্বাচনেও লড়তে পারবেন না। যদিও এখনও সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা খোলা আছে কংগ্রেস নেতার কাছে।

Advertisement

উল্লেখ্য, ২০১৯ সালে কর্ণাটকের কোলারে মোদি (Modi) পদবি নিয়ে মন্তব্য করায় রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি মানহানি মামলা দায়ের হয়। গত ২৩ মার্চ সুরাটের ম্যাজিস্ট্রেট আদালত ওই মানহানি মামলায় দোষী সাব্যস্ত করে কংগ্রেস নেতাকে। তাঁকে দু’ বছরের কারাদণ্ড এবং জরিমানার সাজা দেওয়া হয়। পরদিনই লোকসভার স্পিকার ওম বিড়লা জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করেন। এর জেরে সম্প্রতি দিল্লির সাংসদ বাংলোও ছেড়েছেন রাহুল (Rahul Gandhi)।

[আরও পড়ুন: চতুর্থ শ্রেণির ছাত্রকে বেধড়ক মার, প্রতিবাদ করায় শিক্ষকের হাতে আক্রান্ত সহকর্মীরাও, চাঞ্চল্য হুগলিতে]

নিম্ন আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে দায়রা আদালতের দ্বারস্থ হন রাহুল। সেখানেও কংগ্রেস নেতার আবেদন খারিজ হয়। এরপর গত ২৫ এপ্রিল গুজরাট হাই কোর্টে (Gujarat High Court) আবেদন করেন তিনি। সেই আবেদনও খারিজ হয়ে গেল। গুজরাট হাই কোর্ট এদিন জানিয়ে দিল,”রাহুলকে নিয়ে নিম্ন আদালতের রায়ই যথাযথ। এই রায়ে হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই। তাই এই আবেদন খারিজ করা হল।” রাহুলের বিরুদ্ধে ১০টি অপরাধমূলক মামলা চলছে, সেটাও আদালতের নজরে এসেছে।

[আরও পড়ুন: ‘চারদিকে বামেরা জিতবে’, মমতার বিরুদ্ধে সুর চড়াচ্ছেন খোদ ‘রাজ্য সরকার’]

গুজরাট হাই কোর্টে আবেদন খারিজ হয়ে যাওয়ায় রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনা কার্যত শেষ। এমনকী আগামী ৮ বছর লোকসভা নির্বাচনেও লড়তে পারবেন না তিনি। তবে কংগ্রেস নেতার জন্য এখনও সুপ্রিম কোর্টের পথ খোলা। মনে করা হচ্ছে শীর্ষ আদালতেরই দ্বারস্থ হবেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement