shono
Advertisement
Gurugram

দেশের গোপন তথ্য আইএসআইকে পাচার! গুরুগ্রামে গ্রেপ্তার আরও এক ‘পাক-চর’

জেরায় তাঁর বয়ানে প্রচুর অসঙ্গতিও ধরা পড়েছে।
Published By: Subhodeep MullickPosted: 04:23 PM Dec 03, 2025Updated: 06:11 PM Dec 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গুরুগ্রামে আরও এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম রিজওয়ান। পেশায় একজন আইনজীবী। দেশের গোপন তথ্য তিনি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাতে তুলে দিচ্ছিলেন বলে অভিযোগ। শুধু তাই নয়, একই অভিযোগে তাঁর আরও এক বন্ধুকেও আটক করেছে পুলিশ। তাঁর নাম মুশাররফ ওরফে পারভেজ।

Advertisement

পারভেজ জানিয়েছেন, ২০২২ সালে রিজওয়ানের সঙ্গে তাঁর পরিচয়। সেখান থেকেই শুরু হয় তাঁদের বন্ধুত্ব। এবছর জুলাই মাসে তাঁরা পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে বেড়াতে গিয়েছিলেন। সেখানে রিজওয়ান এক যুবকের কাছ থেকে এক ব্যাগ ভর্তি টাকা সংগ্রহ করেন। কিন্তু কী কারণে সেই টাকা তিনি সংগ্রহ করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে তদন্তে জানা গিয়েছে, মোট সাতবার তিনি পাঞ্জাবে গিয়ে টাকা সংগ্রহ করেছিলেন। এরপরই গোপন সূত্রে রিজওয়ানের বিষয়ে খবর আসে পুলিশের কাছে। তারপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। রিজওয়ানের গ্রেপ্তারির চারদিনের মাথায় তাঁর বন্ধু মুশাররফকে আটক করে পুলিশ।           

তদন্তকারীদের সন্দেহ, রিজওয়ান দেশের একাধিক গোপন তথ্য আইএসআইকে পাচার করেছেন। সূত্রের খবর, জেরায় তাঁর বয়ানে প্রচুর অসঙ্গতিও ধরা পড়েছে। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এবং ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গুরুগ্রামে আরও এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ।
  • ধৃতের নাম রিজওয়ান।
  • পেশায় একজন আইনজীবী।
Advertisement