সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিশ্বজুড়ে শুরু হয়েছে পারমাণবিক মারণাস্ত্রের ঝনঝনানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের পাশাপাশি আরও একাধিক দেশ গোপনে পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু করেছে। ট্রাম্পের দাবির পর এই ইস্যুতে ইসলামাবাদকে তোপ দাগল ভারত। কড়া সুরে জানাল, 'পরমাণু অস্ত্রের বেআইনি কার্যকলাপ পাকিস্তানের ইতিহাসে নতুন নয়।'
শুক্রবার বিদেশ মন্ত্রকের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "গোপন এবং অবৈধ পারমাণবিক কার্যকলাপ পাকিস্তানের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত। দশকের পর দশক ধরে পাকিস্তান পরমাণু অস্ত্রের চোরাচালান, আন্তর্জাতিক রপ্তানির নিয়ম লঙ্ঘন, গোপন চুক্তি ও অংশীদারিত্ব করে এসেছে। ভারত সর্বদা পাকিস্তানের এই কুকীর্তিগুলি নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলির সামনে তুলে ধরে তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই পটভূমিতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা সম্পর্কে যে মন্তব্য করেছেন তা আমদের নজরে রয়েছে।"
গত রবিবার সন্ধ্যায় বিশ্বজুড়ে পরমাণু অস্ত্রের পরীক্ষা নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, রাশিয়া, চিন, পাকিস্তানের মতো দেশগুলি পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু করেছে। এমনকী এই তালিকায় উত্তর কোরিয়া রয়েছে বলেও জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অনেকেই দাবি করেন, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান-পাকিস্তান অঞ্চলে যে ধারাবাহিক ভূমিকম্প হয়েছিল তা এই পরমাণু বিস্ফোরণের জেরে। অনুমান করা হচ্ছে, চলতি বছরের এপ্রিল থেকে মে মাসের মধ্যে পাকিস্তান গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়ে থাকতে পারে। দাবি করা হয়, ৩০ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত ৪.০ থেকে ৪.৭ মাত্রার ভূমিকম্পগুলি ১৯৯৮ সালের ২৮ এবং ৩০ মে পাকিস্তানের চাগাই-১ এবং চাগাই-২ পারমাণবিক পরীক্ষার সময় তৈরি হওয়া রিডিংয়ের তীব্রতার সমান। সেই জল্পনার মাঝেই এবার এই ইস্যুতে বিবৃতি দিল ভারত।
উল্লেখ্য, পরমাণু অস্ত্র নিয়ে পাকিস্তানের বেআইনি কার্যকলাপ নতুন কিছু নয়। বিজ্ঞানী আবদুল কাদের খানের নেতৃত্বে ১৯৯৮ সালে পরমাণু অস্ত্রের সফল পরীক্ষা করে পাকিস্তান। এরপর পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা। সেই পর্যায়ে গোপনে পরমাণু অস্ত্রের ফর্মুলা একাধিক দেশকে বিক্রি করে পাকিস্তান। যে তালিকায় ছিল উত্তর কোরিয়া, ইরান, ইরাকের মতো একাধিক দেশ। এবার পাকিস্তানের সেই অতীত তুলে ধরে তোপ দাগল ভারত।
