shono
Advertisement
Bangladesh

চিন সফরে 'সাত বোন' নিয়ে ইউনুসের বিতর্কিত মন্তব্য, বাংলাদেশের ব্যবসার রাস্তা বন্ধ করল দিল্লি

এই সিদ্ধান্তের ফলে যে নেপাল, ভুটান এবং মায়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য জোর ধাক্কা খেতে চলেছে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 06:07 PM Apr 09, 2025Updated: 06:08 PM Apr 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেখ হাসিনাহীন বাংলাদেশের সঙ্গে ভারতের সমীকরণ সম্পূর্ণ বদলে গিয়েছে। পাকিস্তান ও চিনের সঙ্গে বন্ধুত্ব মজবুত করতে তৎপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এবার বাংলাদেশের বাণিজ্যের রাস্তা বন্ধ করে দিল দিল্লি। অর্থাৎ এদেশের মাটি ব্যবহার করে আর ব্যবসা চালিয়ে যেতে পারবে না ঢাকা। কয়েকদিন আগেই চিন সফরে গিয়ে উত্তর-পূর্বের ৭টি রাজ্য নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ইউনুস। এই আবহে দিল্লির এহেন পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

Advertisement

২০২০ সালের ২৯ জুন ভারত-বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয়। ভারতের মাটি ব্যবহার করে যাতে ঢাকা অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য করতে পারে, তার জন্য নানা সুবিধা প্রদান করা হয়েছিল। চুক্তি মতোই 'ল্যান্ড কাস্টমস স্টেশন' (LCS), বন্দর, বিমানবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য বিভিন্ন দেশে রপ্তানি হত। কিন্তু গতকাল মঙ্গলবার বিবৃতি দিয়ে 'সেন্ট্রাল বোর্ড অফ ইন্ডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস' (CBIC) বিজ্ঞপ্তি জারি করে জানায়, '২০২০ সালের ২৯ জুনের বিজ্ঞপ্তি বাতিল করা হল। এখন থেকেই এই নির্দেশ কার্যকর হবে। অর্থাৎ অন্য দেশে পণ্য রপ্তানি করতে আর শুল্কবিভাগের অনুমোদন সাপেক্ষে ভারতের বন্দর, বিমানবন্দর ব্যবহার করতে পারবে না বাংলাদেশ। সীমান্ত পেরিয়ে কন্টেনার, ট্রাক আর প্রবেশ করতে পারবে না।'

এই সিদ্ধান্তের ফলে যে নেপাল, ভুটান এবং মায়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য জোর ধাক্কা খেতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। এই নয়া বিজ্ঞপ্তির প্রশংসা করে ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল অজয় সহায় বলেন, "নিজেদের পণ্য রপ্তানি করতে আর জায়গার অভাব পড়বে না আমাদের। আগে বাংলাদেশকে জায়গা দিতে গিয়ে আমাদের জায়গা কম পড়ত।"

উল্লেখ্য, কয়েকদিন আগে চিন সফরে গিয়ে ইউনুসকে বলতে শোনা যায়, “ভারতের পূর্ব প্রান্তের সাতটি রাজ্য, যাদের সেভেন সিস্টার্স বলা হয়। ওই বিরাট অঞ্চল কিন্তু পাহাড় আর স্থলভাগে ঘেরা। সমুদ্রপথে যোগাযোগ করার উপায়ই নেই তাদের। বাংলাদেশই হল সমুদ্রপথের রাজা। তাই ওই এলাকায় চিনা অর্থনীতির বিস্তার ঘটতেই পারে।” এই মন্তব্যের ইঙ্গিত অত্যন্ত স্পষ্ট যে, ভারতের ৭ রাজ্য (সেভেন সিস্টার)কে ভেঙে ফেলতে চায় বাংলাদেশ। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই একই ইচ্ছা চিনের। যদিও সেই চৈনিক চাল বারবার ব্যর্থ হয়েছে। এবার বাংলাদেশের মুখে এমন মন্তব্যে দুয়ে দুয়ে চার করতে খুব একটা অসুবিধা হচ্ছে না ভারতের। বিশ্লেষকরা বলছেন, এই ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের কফিনের অন্যতম পেরেক ইউনুসের এই মন্তব্য। তাই এবার ব্যবসার রাস্তা বন্ধ করে ঢাকাকে বার্তা দিল দিল্লি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শেখ হাসিনাহীন বাংলাদেশের সঙ্গে ভারতের সমীকরণ সম্পূর্ণ বদলে গিয়েছে।
  • পাকিস্তান ও চিনের সঙ্গে বন্ধুত্ব মজবুত করতে তৎপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।
  • এবার বাংলাদেশের বাণিজ্যের রাস্তা বন্ধ করে দিল দিল্লি। অর্থাৎ এদেশের মাটি ব্যবহার করে আর ব্যবসা চালিয়ে যেতে পারবে না ঢাকা।
Advertisement