সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের বর্ষা অন্যবারের নজির ভেঙে দেবে। এমনটাই পূর্বাভাস ভারতের হাওয়া অফিসের। বলা হয়েছে, এবারের বর্ষা দীর্ঘকালীন হিসেবে ১০৫ শতাংশ বাড়বে। অর্থাৎ বৃষ্টিতে এবার ভাসবে দেশ।

সাধারণভাবে ১ জুন থেকে কেরলে প্রবেশ করে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। চলে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু এবার মনে করা হচ্ছে বর্ষা অনেক লম্বা চলবে। এমনটাই ভূবিজ্ঞান মন্ত্রকের পূর্বাভাস। তবে লাদাখ, উত্তর-পূর্ব ও তামিলনাড়ুতে বৃষ্টি স্বাভাবিকের থেকে কম বৃষ্টিই হবে। কিন্তু দেশের বাকি অংশে ছবি থাকবে অন্যরকম। সেখানে বর্ষার অনুকূল পরিবেশ থাকবে। আইএমডি জানাচ্ছে সাধারণ ভাবে স্বাভাবিক বর্ষার গড় গত ৫০ বছরের হিসেবে ৮৭ সেন্টিমিটার। এর থেকে বেশি বৃষ্টি অর্থে সেটা অস্বাভাবিক বলেই ধরা হবে।
কিন্তু কেন এবার দাপট দেখাবে বর্ষা? বলা হচ্ছে এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি ফ্যাক্টর। যার মধ্যে অন্যতম এল নিনো ও আইওডি এই মুহূর্তে নিরপেক্ষ পর্যায়ে রয়েছে। আর এর ফলেই এবার বর্ষার অনুকূলে পরিবেশ তৈরি হয়েছে। তাছাড়া আরও একটা বিষয় রয়েছে। ইউরেশিয়া ও হিমালয় অঞ্চলে তুষারপাত কম হয়েছে। ইতিহাস সাক্ষী, যতবার এমন হয়েছে ততবারই বর্ষা তেজি হয়েছে ভারতে। ফলে এবারও তেমন হওয়ার দিকটিই স্পষ্ট হয়েছে। ফলে সব মিলিয়ে এবারের বর্ষা রীতিমতো দাপট দেখাবে ও স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত অনেকটাই বেশি হবে বলে মনে করা হচ্ছে।