সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় কমল সংক্রমণ। আক্রান্তের সংখ্যা কমেছে ঠিকই। তবে ওমিক্রনের নয়া উপপ্রজাতি XBB-র হানা আশঙ্কা বাড়াচ্ছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২৬ জন। রবিবারের তুলনায় যেটা সামান্য কম। এর আগে গত দু’দিন দেশের দৈনিক আক্রান্তের গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী। সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেস। দেশের মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৫৩ লক্ষ ৫৯২।
[আরও পড়ুন: সারদার স্থাবর সম্পত্তি নিলাম করবে ‘সেবি’, কবে হবে এই অকশন?]
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৮ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৯ হাজার ২৪ জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে।
গত ২৪ ঘণ্টায় স্বস্তি জোগাচ্ছে বাংলার কোভিড গ্রাফও। রবিবার বাংলায় ৩৬ জনের শরীরে নতুন করে ভাইরাসের হদিশ মিলেছে। তার ফলে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১ লক্ষ ১৭ হাজার ৯৯৯। তবে রবিবার করোনা বাংলার কারও প্রাণ কাড়তে পারেনি। সুস্থ হয়েছেন ১৫১ জন। কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৯৫ হাজার ৭২০। সুস্থতার হার ৯৮.৯৫ শতাংশ। তবে সংক্রমণ কম হলেও টিকাকরণ চলছে জোরকদমে। রবিবার টিকা দেওয়া হয়েছে ৬ হাজার ৩৮৪ ডোজ। বিশেষজ্ঞরা সাবধানে থাকার বার্তা দিয়েছেন। ভিড়ে ঠাসা এলাকায় যাতায়াতের ক্ষেত্রে এখনও মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের কথা বলছেন তাঁরা।