shono
Advertisement

Breaking News

Rajnath Singh

'ওরা যদি পরমাণু অস্ত্রের পরীক্ষা করে...' পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি 'যুদ্ধংদেহী' রাজনাথের

ভারতের পরমাণু পরীক্ষা নিয়েও মুখ খুললেন রাজনাথ।
Published By: Amit Kumar DasPosted: 06:12 PM Nov 09, 2025Updated: 06:12 PM Nov 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরে জোরালো থাপ্পড় খাওয়ার পর গোপনে মারণ যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান! সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, গোপনে পরমাণু অস্ত্রের পরীক্ষা করছে ইসলামাবাদ। মার্কিন দাবিতে শোরগোল শুরু হতেই রবিবার পাকিস্তানকে একহাত নিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে জানিয়ে দিলেন, ভারতও যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত।

Advertisement

পাকিস্তানের পরমাণু অস্ত্রের পরীক্ষা নিয়ে সংবাদমাধ্যমের তরফে রাজনাথকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের আলোচনা বা জল্পনায় ভারত একেবারেই বিচলিত নয়। তিনি বলেন, ''ওরা যদি পরিমাণু অস্ত্রের পরীক্ষা করতে চায় তাহলে তা ওদের করতে দিন। ওদের তো আর থামাতে পারবেন না।" এরপরই নয়াদিল্লির প্রস্তুতি তুলে ধরে বলেন, "তবে যাই ঘটুক না কেন, ভারত যে কোনও পরিস্থিতির মোকাবিলায় সম্পূর্ণরূপে প্রস্তুত।" তবে পাকিস্তান যদি পরমাণু অস্ত্রের পরীক্ষা করে তাহলে ভারতও কি সেই পথে হাটবে? এই প্রশ্নের জবাবে ঈষৎ হেসে প্রতিরক্ষামন্ত্রী জবাব দেন, "আগে ওদের করতে দিন। তারপর দেখা যাবে।"

উল্লেখ্য, গত সপ্তাহে বিশ্বজুড়ে পরমাণু অস্ত্রের পরীক্ষা নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, রাশিয়া, চিন, পাকিস্তানের মতো দেশগুলি পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু করেছে। এমনকী এই তালিকায় উত্তর কোরিয়া রয়েছে বলেও জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অনেকেই দাবি করেন, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান-পাকিস্তান অঞ্চলে যে ধারাবাহিক ভূমিকম্প হয়েছিল তা এই পরমাণু বিস্ফোরণের জেরে। অনুমান করা হচ্ছে, চলতি বছরের এপ্রিল থেকে মে মাসের মধ্যে পাকিস্তান গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়ে থাকতে পারে। দাবি করা হয়, ৩০ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত ৪.০ থেকে ৪.৭ মাত্রার ভূমিকম্পগুলি ১৯৯৮ সালের ২৮ এবং ৩০ মে পাকিস্তানের চাগাই-১ এবং চাগাই-২ পারমাণবিক পরীক্ষার সময় তৈরি হওয়া রিডিংয়ের তীব্রতার সমান।

ট্রাম্পের সেই মন্তব্যের পর বিবৃতি দেওয়া হয় দেশের বিদেশমন্ত্রকের তরফে। শুক্রবার বিদেশ মন্ত্রকের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "গোপন এবং অবৈধ পারমাণবিক কার্যকলাপ পাকিস্তানের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত। দশকের পর দশক ধরে পাকিস্তান পরমাণু অস্ত্রের চোরাচালান, আন্তর্জাতিক রপ্তানির নিয়ম লঙ্ঘন, গোপন চুক্তি ও অংশীদারিত্ব করে এসেছে। ভারত সর্বদা পাকিস্তানের এই কুকীর্তিগুলি নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলির সামনে তুলে ধরে তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই পটভূমিতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা সম্পর্কে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে রয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, গোপনে পরমাণু অস্ত্রের পরীক্ষা করছে ইসলামাবাদ।
  • মার্কিন দাবিতে শোরগোল শুরু হতেই রবিবার পাকিস্তানকে একহাত নিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
  • রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে জানিয়ে দিলেন, ভারতও যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত।
Advertisement