shono
Advertisement

Breaking News

Indian Air Force

পাকিস্তানের হাঁটু কাঁপাতে তৈরি বায়ুসেনা! গঙ্গা এক্সপ্রেসওয়েতে রাতের অন্ধকারেও চলল মহড়া

বিভিন্ন ফাইটার জেট অবতরণ ও উত্তরণের মহড়ায় জোরকদমে চলল প্রস্তুতি।
Published By: Biswadip DeyPosted: 11:29 AM May 03, 2025Updated: 11:29 AM May 03, 2025

স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: উত্তরপ্রদেশের সাহারনপুরের গঙ্গা এক্সপ্রেসওয়েতে শুক্রবার আপৎকালীন পরিস্থিতিতে বিভিন্ন ফাইটার জেট অবতরণ ও উত্তরণের মহড়া সারল ভারতীয় বায়ুসেনা। শুধু দিনের আলোয় নয়। রাতের অন্ধকারেও চলল মহড়া। একদিকে যখন উত্তরপ্রদেশে হওয়া মহড়ায় পাকিস্তানের হাঁটু কাঁপিয়ে দেওয়ার কাজ সারল বায়ুসেনা, সেই আবহেই পাঠানকোটে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দেখা করে এলেন পাক রেঞ্জার্সের হাতে আটক বাঙালি বিএসএফ কনস্টেবল পূর্ণমকুমার সাউয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী।

Advertisement

বিএসএফের তরফে তাঁকে বলা হয়েছে পূর্ণমকে ফেরত আনতে যাবতীয় প্রচেষ্টা চলছে।
তাঁদের আশ্বাসে রজনী আশ্বস্ত হলেও পূর্ণমের বাবা কেন্দ্রের উপর চাপ বাড়িয়ে জানিয়েছেন, তাঁর ছেলেকে ফেরত আনার দায়িত্ব নিতে হবে সরকারকেই। পাশাপাশি, বাঙালি জওয়ানকে পাকিস্তানের কবল থেকে উদ্ধার করতে কেন তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এরই মাঝে, বৈসরন নাশকতা নিয়ে রিপোর্ট জমা দিল এনআইএ। যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে এই হামলার নেপথ্যে রয়েছে লস্কর, পাক সেনা এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সম্মিলিত ষড়যন্ত্র।

শুক্রবার সকালে ও রাতে দু’ দফায় গঙ্গা এক্সপ্রেসওয়ের মাঝে সাড়ে তিন কিলোমিটার লম্বা এয়ারস্ট্রিপে কান ফাটানো আওয়াজে ল্যান্ড অ্যান্ড গো ফ্লাইপাস্ট করল বায়ুসেনার বিভিন্ন ফাইটার জেট, হেলিকপ্টার। রাফেল, সুখোই এসইউ ৩০ এমকেআই, বালাকোটে এয়ারস্ট্রাইক করা মিরাজ ২০০০, মিগ ২৯, জাগুয়ার, সি-১৩০ জে সুপার হারকিউলিস, এএন ৩২, এমআই-১৭ হেলিকপ্টারও এদিন অংশ নিল মহড়ায়। সরকারী সূত্রে বলা হল, দিনে ও রাতে ভারী সামরিক বিমান পরিবহনের উদ্দেশ্যে তৈরি এক্সপ্রেসওয়ের পরীক্ষা করা হল। যদিও পহেলগাঁও নাশকতার আবহে দেশজুড়ে যখন ওঠা শুরু হয়েছে যুদ্ধের জিগির, তখন এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সরাসরি কিছু না বলেও পাকিস্তানকে যুদ্ধের বার্তা দেওয়া হল, এই কথাও বলছেন বিশেষজ্ঞরা। যদিও যুদ্ধের আবহে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানও। বৃহস্পতিবার টিলা ফিল্ড অ্যান্ড ফায়ারিং রেঞ্জে হ্যামার স্ট্রাইক মহড়া করেছে পাকিস্তান সেনাও। যেখানে পাক সেনাপ্রধান আসিম মুনির দিল্লির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনওরকম সেনা অভিযান হলে, তার যোগ্য জবাব দিতে তৈরি ইসলামাবাদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরপ্রদেশের সাহারনপুরের গঙ্গা এক্সপ্রেসওয়েতে শুক্রবার আপৎকালীন পরিস্থিতিতে বিভিন্ন ফাইটার জেট অবতরণ ও উত্তরণের মহড়া সারল ভারতীয় বায়ুসেনা।
  • শুধু দিনের আলোয় নয়। রাতের অন্ধকারেও চলল মহড়া।
  • সরাসরি কিছু না বলেও পাকিস্তানকে যুদ্ধের বার্তা দেওয়া হল, এই কথাও বলছেন বিশেষজ্ঞরা।
Advertisement