shono
Advertisement
IndiGo

বিপাকে ইন্ডিগো! ডিসেম্বরে উড়ান বিভ্রাটে বিমানসংস্থাকে প্রায় ২২ কোটি টাকা জরিমানা DGCA-এর

ডিসেম্বরের শুরুতে দেশজুড়ে ব্যাহত হয়েছিল ইন্ডিগোর বিমান পরিষেবা। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলে এই অচলাবস্থা।
Published By: Subhodeep MullickPosted: 10:34 PM Jan 17, 2026Updated: 10:37 PM Jan 17, 2026

বিপাকে ইন্ডিগো। ডিসেম্বরে পরিষেবা বিঘ্নিত হওয়ায় বিমানসংস্থাকে ২২.২০ কোটি টাকা জরিমানা করল উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। সূত্রের খবর, কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে কয়েকজন ঊর্দ্ধতন আধিকারিকের বিরুদ্ধেও।

Advertisement

জানা গিয়েছে, এই বিপর্যয় মোকাবিলায় ব্যর্থ হওয়ার জেরে সংস্থার সিইওকে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে শীতকালীন সূচি এবং বিভিন্ন নিয়ম মূল্যায়নের ব্যর্থ হওয়ার কারণে সংস্থার সিওও-কেও সতর্ক করেছে ডিজিসিএ। কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে ইন্ডিগোর সিনিয়র ভাইস প্রেসিডেন্টের (অপারেশনস) বিরুদ্ধে। সূত্রের খবর, তাঁকে তাঁর দায়িত্ব থেকে অপসারিত করা হয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কোনও পদে তাঁকে না বসানোরও নির্দেশ দিয়েছে উড়ান নিয়ন্ত্রক সংস্থা। অন্যদিকে, নতুন ISRAS স্কিম অনুযায়ী ইন্ডিগোকে ৫০ কোটি টাকা জামানত রাখতে বলেছে ডিজিসিএ।

উল্লেখ্য, ডিসেম্বরের শুরুতে দেশজুড়ে ব্যাহত হয়েছিল ইন্ডিগোর বিমান পরিষেবা। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলে এই অচলাবস্থা। চরম ভোগান্তির শিকার হন হাজার হাজার যাত্রী। সেই ঘটনার তদন্তের জন্য চার সদস্যের তদন্ত কমিটি গড়েছিল ডিজিসিএ। জানা যায়, সেই রিপোর্টে ইন্ডিগোর বিরুদ্ধে কড়া ব্যবস্থার সুপারিশ করা হয়। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ইন্ডিগোকে মোটা অঙ্কের জরিমানা এবং আংশিকভাবে পরিষেবা বন্ধ রাখার শাস্তিও দেয়। এই পরিস্থিতিতে নতুন বছরের শুরুতেই ইন্ডিগোকে মোটা অঙ্কের জরিমানা করল ডিজিসিএ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement