shono
Advertisement
Supreme Court

'মেধাবীদের জঙ্গি হয়ে ওঠা বিপজ্জনক', দিল্লি অশান্তি মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল পুলিশের

সম্প্রতি দিল্লি বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে উমর খালিদদের জামিন খারিজের আবেদন পুলিশের।
Published By: Sucheta SenguptaPosted: 06:44 PM Nov 20, 2025Updated: 06:53 PM Nov 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২০ সালে দিল্লিতে অশান্তিতে অভিযুক্ত 'মেধাবী' পড়ুয়া শারজিল ইমাম, উমর খালিদদের জামিন মামলায় শীর্ষ আদালতে তাৎপর্যপূর্ণ মন্তব্য দিল্লি পুলিশের। বৃহস্পতিবার জামিন খারিজের আবেদনে পুলিশের হয়ে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল। তাঁর মন্তব্য, মগজধোলাইয়ে মেধাবীদের জঙ্গি হয়ে ওঠা অত্যন্ত বিপজ্জনক এবং উদ্বেগজনক বিষয়। সরকারি খরচে উচ্চশিক্ষার পর এভাবে দেশবিরোধী কাজে নাম জড়ানো চিন্তার। এভাবেই রাষ্ট্রদ্রোহিতার বীজ ছড়িয়ে পড়েছে। এনিয়ে সওয়াল করতে গিয়ে তিনি সম্প্রতি দিল্লি বিস্ফোরণ, হোয়াইট কলার মডিউলের কথাও উল্লেখ করেছেন।

Advertisement

বছর পাঁচেক আগে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দিল্লিতে যে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছিল, তাতে ইন্ধন দেওয়ার অভিযোগে দেশদ্রোহের মামলা বা UAPA ধারায় গ্রেপ্তার করা হয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন 'মেধাবী' ছাত্র শারজিল ইমাম, উমর খালিদ। বারবারই তাঁদের জামিন খারিজ হয়ে যায়। এতদিন ধরে জেলবন্দি শারজিল ইমাম, উমর খালিদ। এভাবে জামিন আটকানো নিয়ে যদিও তাঁদের ঘনিষ্ঠ এবং মানবাধিকার কর্মীরা বারবার প্রতিবাদে সরব হয়েছেন। দিল্লি পুলিশের দাবি ছিল, CAA বিরোধী ওই বিক্ষোভ একেবারেই পূর্বপরিকল্পিত, সাজানো ছিল, যাতে নিজেদের 'জ্বালাময়ী' ভাষণের মাধ্যমে ইন্ধন জুগিয়েছিলেন জেএনএইউ-র প্রাক্তনীরা।

বৃহস্পতিবার ফের তাঁদের জামিন মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। তাতে পুলিশের হয়ে সওয়াল করতে গিয়ে এএসজি এসভি রাজুর বক্তব্য, "মেধাবীরা সরকারি অর্থে ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে। আর তারপর তাদের আত্মপ্রকাশ ঘটছে দুর্দান্ত জঙ্গি হিসেবে। এরাই বেশি বিপজ্জনক। এবং দিনে দিনে এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।" তাঁর আরও মন্তব্য, ''আজকাল আবার এমনও দেখা যায় যে ডাক্তার, ইঞ্জিনিয়াররা নিজেদের কাজ করছেন ঠিকই, তবে তলে তলে দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত।'' সম্প্রতি 'হোয়াইট কলার মডিউল' বা দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে গাড়িবোমা বিস্ফোরণের পর যে চিকিৎসক-সন্ত্রাসবাদী ধরা পড়েছে, এই মামলার শুনানিতে তাদের কথা উল্লেখ করেছেন অতিরিক্ত সলিসিটর জেনারেল। এসব যুক্তির ভিত্তিতে এদিন শারজিল ইমাম, উমর খালিদের জামিন খারিজের জোরাল যুক্তি দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২০ তে দিল্লি হিংসা মামলায় শারজিল ইমাম, উমর খালিদদের জামিন খারিজের আবেদন।
  • 'মেধাবীদের জঙ্গি হয়ে ওঠা অত্যন্ত বিপজ্জনক এবং উদ্বেগজনক বিষয়', সুপ্রিম কোর্টে সওয়াল পুলিশের।
  • সম্প্রতি দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে গাড়িবোমা বিস্ফোরণে চিকিৎসকদের জড়িত থাকার প্রসঙ্গ ওঠে।
Advertisement