সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন নারী নির্যাতনের প্রতিবাদে সরব গোটা দেশের সুশীল সমাজ, তখন ঝাড়খণ্ডে ফের ধর্ষিতা এক নাবালিকা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। এই ঘটনায় অভিযুক্তকে ধরে মারধর করে গ্রামবাসী। সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ ধর্ষণের ঘটনাটি ঘটেছে। নাবালিকাকে বাড়ির কাছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। অবিন্যস্ত ছিল পোশাক। শুরুতে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় চম্পুয়ার মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ওই নাবালিকার।
জগন্নাথপুর থানার আধিকারিক শিবনারায়ণ তিওয়ারি জানান, "গ্রামবাসীদের বক্তব্য, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছে অচেতন অবস্থায় পড়ে ছিল ওই নাবালিকা। তার পোশাক ছেঁড়া ছিল। মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। গ্রামবাসীদের অভিযোগ, ধর্ষণের পরেই মৃত্যু হয়েছে নাবালিকার। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।" এদিকে ঘটনার কথা জানাজানি হতেই হাসপাতাল চত্বরে জড়ো হন বিক্ষুব্ধ গ্রামবাসী। তাঁরা অভিযুক্তকে ঘিরে ধরে মারধর করতে শুরু করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অন্যতম অভিযুক্তকে।